সম্প্রতি নানা মন্তব্য ও ফেসবুক লাইভে আলোচনায় আসা ঢালিউড অভিনেতা জায়েদ খান এবার জানালেন, তার অভিনয়জীবনের শুরুর দিকে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূরের ওপর ছিল তার প্রবল ক্রাশ। এতটাই যে, বাসার দেয়ালে শাবনূরের ছবি টাঙিয়ে রাখতেন তিনি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই স্মৃতি তুলে ধরেন তিনি।
জায়েদ বলেন, “শাবনূরের সঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করেছি। প্রথমবার শুটিংয়ে এতটাই নার্ভাস ছিলাম, যে ১৭ বার বাথরুমে যেতে হয়েছিল।”
সভায় তিনি বর্তমান বাংলা চলচ্চিত্রের অবস্থাও তুলে ধরেন। বলেন, “আমরা এখন সিনেমা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছি। সিনেমা হলগুলোতে যাওয়ার পরিবেশ নেই। তেলাপোকায় ভর্তি হলে মানুষ কীভাবে সিনেমা দেখবে?”
তিনি আরও বলেন, “বসুন্ধরা বা যমুনার মতো দু-চারটি ভালো সিনেমা হল বাদ দিলে মফস্বলের অধিকাংশ সিনেমা হলেই টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে, আসনে তেলাপোকা ঘোরে। মানুষ আগ্রহ হারায়। যতদিন মধ্যবিত্তরা হলে যাবে না, ততদিন সিনেমার চাহিদাও বাড়বে না।”
জায়েদ খান প্রবাসীদেরও বাংলা সিনেমার প্রসারে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, “বাংলাদেশ বিমানে এখন বাংলা সিনেমা চালু হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রবাসীদের মাঝে সিনেমা ছড়িয়ে দিতে হবে। ঈদে ফেস্টিভালের মতো সিনেমা প্রদর্শন করলে বাংলা সিনেমার প্রসার বাড়বে।”
এসএস