ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আটক ১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে একজন আটক হয়েছেন।

আজ শুক্রবার (৯ মে) দুপুরে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময় স্বাক্ষর নেওয়ার সময় সন্দেহ হলে আটক করা হয় তাকে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন।

আটক ব্যক্তির নাম মো. আব্দুস সোবহান। তিনি গাজীপুরের শ্রীপুর থানার মাওনা নতুন বাজার এলাকার মো. ফারুকের সন্তান। জানা যায় তিনি নবম শ্রেণি পাস।

জানা যায়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল দিনাজপুরের সিটি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী মো. আজমাইন ফাইকের। তার বদলে পরীক্ষা দিতে আসেন গাজীপুরের আব্দুস সোবহান। স্বাক্ষর নেওয়ার সময় হাতের লেখা সন্দেহ হলে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশের হাতে তুলে দেয় প্রক্টরিয়াল বডি।

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুর রহমান স্বপন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দিনাজপুরের মো. আজমাইন ফাইকের বদলে গাজীপুরের নবম শ্রেণি পাস আব্দুস সোবহান নামের এক ব্যক্তি পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন। নবম শ্রেণি পাস হয়েও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি কীভাবে প্রক্সি দিতে এসেছেন তা নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকে বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে মোট ১১টি কেন্দ্রে ২৫ হাজারের ওপর শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। সুষ্ঠু পরিবেশে প্রতিটি ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য এবারের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পছন্দের কেন্দ্র হিসেবে বেরোবিকে বেছে নিয়েছেন।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রংপুর মডার্ন মোড় অবরোধ, ৮ কি.মি. যানজট May 10, 2025
img
কারাগারে ড্রোন হামলার শঙ্কায় ইমরান খানের মুক্তির দাবি May 10, 2025
img
ভারতের অমৃতসর ও জম্মু কেঁপে উঠলো বিস্ফোরণে May 10, 2025
img
পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের একই পরিবারের তিনজন আহত May 10, 2025
img
টেকসই উন্নয়নে নারীদের সমাজের প্রতিটি স্তরে যুক্ত কর‍তে হবে May 10, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচার দাবি করে গাইবান্ধায় বিক্ষোভ May 10, 2025
img
রাজধানীর মিরপুরে একই বাসা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার May 10, 2025
img
বিতর্কিত আরেকটি শাহবাগ তৈরি করা নিতান্তই বোকামি : রাশেদ খান May 10, 2025
img
নিজ দেশের সংবাদমাধ্যমের অ্যাকসেস বন্ধ করল ভারত May 10, 2025
img
দেশে এখন বিনিয়োগের সার্কাস চলছে: আমির খসরু May 10, 2025