দেশের টেকসই উন্নয়নের নারীদের সমাজের প্রতিটি স্তরে যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন সৌদি ডেভলপমেন্ট মেড কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সালোয়া আব্দুল্লাহ।
শুক্রবার (৯ মে) পেট্রোবাংলার কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। দেশের টেকসই উন্নয়নের জন্য নারীদেরকে অবশ্যই সমাজের প্রতিটি স্তরে যুক্ত করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। নারী পুরুষ নির্বিশেষে সবাইকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমরা সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে নারী শিক্ষার ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্ব দিতে হবে।
বক্তব্যে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, নারীরা এখন আগের থেকে অনেক বেশি সচেতন এবং মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ ধাপ পর্যন্ত তারা দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। পেট্রোবাংলা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে নারীর অংশগ্রহণ বাড়ছে এবং ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. নূরুন্নাহার চৌধুরী প্রমুখ।
আরএম