আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদ, গুম-খুন ও দুর্নীতির অভিযোগ তুলে গাইবান্ধায় বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র-জনতা। তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি জানান।
শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে গাইবান্ধা পৌরপার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন জেলখানার সামনে এসে বিয়াম ল্যাবরেটরি স্কুলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস ও নাজমুল হাসান সোহাগ। এছাড়াও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা লুৎফর বকশি, রাফি, আল সাহাদাত জামান জিকো, সুমন, রাশেদুল ইসলাম জুয়েল, সাকিল শেখ, শরিফুল ইসলাম আকাশ, ফরিদ হাসান, মাসুদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার টিকে থাকার জন্য হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছে। বিদেশে পাচার করেছে লক্ষ লক্ষ কোটি টাকা। ৫ আগস্টের গণ-আন্দোলনে তারা গুলি করে হত্যা করেছে হাজারো মানুষকে। দেশের মানুষ আজ ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে।
কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।
অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
আরএম