আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ মে) রাত ১২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল শুরু করে তারা, যা পরে গিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের প্রধান ফটকসংলগ্ন এলাকায় অবরোধে রূপ নেয়। এতে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সম্পর্ক বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ‘দিনে দিনে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে।
একসাথে জুলাইয়ের বিপ্লবীদের মৃত্যু আশংকাও বৃদ্ধি পাচ্ছে। আমরা ইন্টেরিমকে বলতে চাই টালবাহানা না করে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। যদি নিয়মতান্ত্রিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা কিন্তু জুলাইয়ের মতো করে আইন হাতে তুলে নিবো। তখন আর কেউ আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগকে পরিশুদ্ধ করে নাকি দেশে রাজনীতি করতে দেওয়া হবে। আমরা স্পষ্ট বলতে চাই ২ হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন, আমরাও প্রয়োজনে জীবন দিবো তবুও বাংলার মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দিবো না। আওয়ামী লীগ বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে।
কেউ যদি আঁতাত করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে চান তার ও পরিনতি স্বৈরাচার শেখ হাসিনার মতোই হবে।
আমরা আজকের সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই অতিদ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এবং আওয়ামী লীগের সন্ত্রাসী যারা এখনো বাহিরে রয়েছে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেন।’
আরএ/টিএ