আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে পিএসএল আয়োজন করবে আমিরাত, জিও নিউজের প্রতিবেদন

অস্থিরতা বেড়েই চলছে দুই প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তানে। উভয়পক্ষের হামলা-পাল্টা হামলাকে কেন্দ্র করে দেশ দুটির ক্রীড়াঙ্গনেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে নিরাপত্তা শঙ্কায় আইপিএল আপাতত স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে, পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে পিএসএলের বাকি অংশ।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চেয়েছিল ভারত। যদিও পাকিস্তান আগে থেকেই আমিরাতের সঙ্গে আলোচনা সেরে ফেলায় ভারতকে না করে দেয় এমিরেটস ক্রিকেট বোর্ড।

এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বাকি আইপিএল ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের অনুরোধ জানায় ভারত। কিন্তু পরবর্তীতে জানা যায়, পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলোর জন্য পিসিবি এরই মধ্যে দুবাই ভেন্যু বুক করে রেখেছে।

গতকাল ৮ মে আমিরাতে পিএসএল আয়োজনের বিষয়টি চূড়ান্ত করে পিসিবি এবং পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়। ভারতীয় বোর্ডের অনুরোধ পাওয়ার পর, ইসিবি জানায় যে পিএসএলের জন্য ভেন্যুটি আগে থেকেই নির্ধারিত, যার ফলে সেখানে আইপিএল আয়োজন সম্ভব নয়।

এদিকে, নিরাপত্তা শঙ্কা থাকায় গতকাল ধর্মশালায় আইপিএলের একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরই জরুরি বৈঠকে বসে আইপিএল কর্তৃপক্ষ। বিসিসিআইয়ের সোর্সের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পরে আইপিএল নিজেদের অফিসিয়াল বিবৃতিতে জানায়, এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আইপিএলের বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হল। সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

আইপিএলে এখনও লিগ পর্বে ১২টি ম্যাচ বাকি। সেই সঙ্গে বৃহস্পতিবার পাঞ্জাব-দিল্লি ম্যাচটি বাতিল হলেও তার পয়েন্ট ভাগাভাগি হয়নি। বোর্ড যদি পরে আইপিএল আবার আয়োজন করে, তাহলে এই ম্যাচটিও হতে পারে। সেই সঙ্গে প্লে-অফের চারটি ম্যাচ রয়েছে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাক অভিনেত্রী মাওরা থাকলে থাকবেন না হর্ষবর্ধন May 11, 2025
img
কোহলির অবসর রুখতে মরিয়া বিসিসিআই! সাহায্য চেয়ে প্রভাবশালী ক্রিকেটারের দ্বারস্থ বোর্ড? May 11, 2025
img
পুলওয়ামার নেপথ্যেও ছিল পাক সেনার মাস্টারপ্ল্যান! May 11, 2025
লীগকে নিয়ে কি বার্তা দিলেন হাসনাত May 11, 2025
img
ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল May 11, 2025
img
আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে বিএনপি আনন্দিত May 11, 2025
কাশ্মীর সমস্যা সমাধানে যে পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প May 11, 2025
img
আ.লীগকে নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি :মির্জা ফখরুল May 11, 2025
নবীজির চারটি গুণ | ইসলামিক জ্ঞান May 11, 2025
আব্দুল কাদের জিলানী (রহ.) এর কাহিনি | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 11, 2025