৪৮ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে : মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে বিগত বছরগুলোতে যারা গুম-খুন-অর্থপাচারের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের আবারও রাস্তায় নামতে হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। আমরা দুঃখিত যে, আজ আবার রোদের মধ্যে কষ্ট করে ঘাম জড়িয়ে আমাদেরকে এই দাবি জানাতে হচ্ছে। যারা আমার ভাইকে খুন করেছে, গুম করেছে, যে আমার বোনকে ধর্ষণ করেছে, যে আমার অধিকার হরণ করেছে দিনের পর দিন আমাকে ভোট দিতে দেয়নি, যে আমার দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়ে বসবাস করছে তাদের রাজনীতি বাংলাদেশে চলবে না।

তিনি বলেন, তারা বিগত ১৬ বছর ধরে হাজার হাজার মানুষকে খুন করেছে। আমাদেরকে তিনটি নির্বাচনে ভোট দিতে দেয়নি। ভোট ডাকাতি করেছে। আওয়ামী লীগ যদি তাদের ভোটাধিকার ফেরত চায় তাহলে আমাদের ১৮ ও ১৪ সালের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারের কথা বলে তাহলে তাদেরকে আমার প্রিয় ভাই আবু সাঈদ ও মুগ্ধকে ফিরিয়ে দিতে হবে। সন্তানহারা মায়ের প্রতিবাদের অশ্রুর জবাব তাদের দিতে হবে।

সর্বদলীয় সভা আহ্বান করার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডেকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংস্কৃতিকসহ সর্বাত্মকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ, যারা আওয়ামী লীগের ব্যাপারে এতদিন নমনীয় ছিলেন তারাও গতকাল থেকে ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। আমাদের দাবি আওয়ামী লীগের প্রতিটি অপরাধের বিচার করতে হবে।

শুধু আওয়ামী লীগকে দলীয়ভাবে বা রাজনৈতিকভাবেই নিষিদ্ধ করলে হবে না বরং যারা গুম-ঘুনের সঙ্গে জড়িত ছিল তাদেরকেও বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

এর আগে, গতকাল ৮ মে রাত থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকেও এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শাশুড়ির নির্যাতনে পুত্রবধূর আত্মহত্যা চেষ্টা, সইতে না পেরে নিজেকেই শেষ করেন পলাশ May 10, 2025
img
রাফালের মুখোমুখি জে-১০সি: যুদ্ধক্ষেত্রে চীনা প্রযুক্তির প্রথম পরীক্ষা? May 10, 2025
img
বাংলাদেশ সফর ও এশিয়া কাপ বাতিল করতে পারে ভারত May 10, 2025
img
শুভর ‘নীলচক্রে’ বালাম কী করছেন? May 10, 2025
img
২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে May 10, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট রুটে চলাচল বন্ধ May 10, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার May 10, 2025
img
সারাদেশে গণজমায়েতের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ May 09, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ May 09, 2025
img
ভারতে চার বাংলাদেশি টিভি চ্যানেল বন্ধ করল ইউটিউব: ডিসমিসল্যাব May 09, 2025