দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলায় শুক্রবার (৯ মে) রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল ও পটুয়াখালীর ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।
এই তিন জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে আসা হাওয়া অস্থায়ীভাবে ঝোড়ো হতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।
এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে বইতে থাকা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের পাশাপাশি নতুন করে তীব্রতর হওয়ার ইঙ্গিতও দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে শুক্রবার দুপুর ২টা থেকে শুরু করে আগামী তিন দিন দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ আরও বেশি তীব্র আকার ধারণ করতে পারে।
তাপপ্রবাহের কবলে রয়েছে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগসহ দেশের ১৪টিরও বেশি জেলা। এর মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, নীলফামারি, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল ও পটুয়াখালী।
এফপি/টিএ