আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে পল্টন মোড়ে গণমিছিল শুরু হয়।
এ সময় পুলিশ বিনা উসকানিতে মিছিলে হামলা করে। এতে ১৫ থেকে ২০ জন আহত হন।
এরপর মিছিল নিয়ে পল্টন মোড় ও বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড় অবরোধ করে গণঅধিকার পরিষদ। এসময় আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এ অবরোধ চলবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়কের সমাবেশ সমাপ্ত করে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।
এদিন বিকেল সাড়ে ৪টার পর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন ছাত্র-জনতা।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে শাহবাগ মোড়ে এসে আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন। এর জেরে, চারপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ফেস্টুনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং গণহত্যার বিচারের আহ্বান দেখা যায়।
সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এই অবরোধে অংশ নেন। অবরোধের কারণে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি এবং বাংলামোটরগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
আরআর/টিএ