দুবাই পৌঁছালেন নাহিদ-রিশাদ

ভারত ও পাকিস্তানের সংঘাতে নিরাপত্তা হুমকির মুখে পড়েছিলেন পিএসএলে খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা। এই তালিকায় বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেনও ছিলেন। পাকিস্তান ছেড়ে তারা দুবাইয়ে পৌঁছেছেন।

গতকাল নাহিদ রানার পেশোয়ার জালমির যে ভেন্যুতে খেলার কথা ছিলো, সেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছেই ড্রোন হামলা করে ভারত। নিরাপত্তা শঙ্কা থেকে ম্যাচ স্থগিত হয়ে যায়। আর বাংলাদেশি দুই ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করে বিসিবি।

বাংলাদেশ থেকে পিএসএল কাভার করতে দুই সাংবাদিক পাকিস্তানে গিয়েছেন। তারাও নাহিদ-রিশাদদের সঙ্গে পাকিস্তান ছেড়েছেন। চারজনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে।

পেশোয়ার-করাচির ম্যাচ স্থগিত করে দেওয়ার পর আজ পিএসএলই সরিয়ে দুবাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্য ক্রিকেটাররাও তাই দুবাইয়ে যাচ্ছেন। আজ রাতেই অনেক বিদেশি ক্রিকেটারের পাকিস্তান ছাড়ার কথা। দুবাইয়ে পিএসএলর বাকি অংশে অংশগ্রহণ করবেন তারা।

নাহিদ-রিশাদ দুবাই গেলেও তারা দেশে চলে আসবেন নাকি পিএসএলের বাকি অংশে খেলবেন, তা জানা যায়নি।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ