চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে টহল জোরদারসহ নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি।
টহলের পাশাপশি সীমান্তে বাসবাসকারী বাংলাদেশের নাগরিকদের মাঝে সচেতনতা বৃৃদ্ধিতেও কাজ করছে বিজিবি। তাদের বোঝানো হচ্ছে সীমান্তে বহিরাগত কাউকে দেখলে যেন দ্রুত বিজিবিকে খবর দেয়া হয়, তাহলে বিজিবি দ্রুত আইনগত ব্যবস্থা নিতে পারবে।
এই প্রসঙ্গে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে চোরাচালন প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল অব্যাহত রয়েছে।
এফপি/টিএ