সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত

সিরাজগঞ্জ শহরে গভীর রাতে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসানসহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে শহরের বাহিরগোলা খাদেমের পুলের কাছে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন। আহত অন্য দুজন হলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান ও রেড জুলাই এর সহ-মুখপাত্র সেখ তাজ।

আহত মুনতাসির মেহেদী হাসান বলেন, একটি মোটরসাইকেলে আমরা ৩ জন রহমতগঞ্জ কাঠেরপুল এলাকা থেকে বাহিরগোলার দিকে যাচ্ছিলাম। আমাদের সামনে দুটি মোটরসাইকেল বার বার ঘুরপাক দিয়ে যাচ্ছিল। আমি তাদের একটি মোটরসাইকেল থামিয়ে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে নিষেধ করি। তখনই হেলমেট পরিহিত দুইজন ওই মোটরসাইকেল থেকে নেমে লোহার স্টিক দিয়ে আমাকে পেটানো শুরু করে। আর বলতে থাকে আওয়ামী লীগ হলো আকাশের মত, তোরা কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করবি। এতে বাধা দিতে গেলে তারা সেখ তাজ ও ইমরানকেও মারধর করে। ঘটনার সময় আরেকটি মটরসাইকেলে থাকা দুইজন কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল। এরপর আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।

মেহেদী আরো বলেন, ঘটনার কিছুক্ষণ আগে ‘শুক্রবার জুম্মার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল করার জন্য ঘোষণা দিয়ে’ নিজের ফেসবুকে একটি ভিডিও পোষ্ট করেছি। ধারনা করা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ওই পোষ্ট দেওয়ার জন্য ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে।

আহত ইমরান হাসান জানান, দুজন প্রথমেই মেহেদী হাসানকে অ্যাটাক করে। আমরা এগিয়ে গেলে আমাদেরকে মারপিট করতে শুরু করে। আমরা ধারনা করছি দুজনই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা শুক্রবার দুপুর ১টার দিকে বলেন, রাতে হামলার ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বর্তমান সরকার সাংবাদিকতার স্বাধীনতায় বিশ্বাস করে: আইন উপদেষ্টা May 10, 2025
img
সৌদিতে পৌঁছালেন ৩৭১১৫ হজযাত্রী, প্রাণ গেল ৫ জনের May 10, 2025
img
ভালো সাজতে পাকিস্তানের বদনাম করছেন আদনান সামি, কড়া জবাব গায়কের May 10, 2025
img
আজ যেমন থাকবে রাজধানীর আবহাওয়া May 10, 2025
img
মেট গালায় সেরা হতে পারলেন না শাহরুখ, আলো কাড়লেন অন্যরা May 10, 2025
img
ভারতের বিদ্যুৎ বিভ্রাটের নেপথ্যে সাইবার হামলা, দাবি পাকিস্তানি গণমাধ্যমের May 10, 2025
img
আরও একটি প্রাচীন প্রত্নতত্ত্বের সন্ধান মিলল লালমাই পাহাড়ে May 10, 2025
img
কান উৎসবে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’ May 10, 2025
img
বাংলাদেশ সফর ও এশিয়া কাপের সময়ে আইপিএল? কী ভাবছে বিসিসিআই May 10, 2025
img
গরম নিয়ে দুঃসংবাদ, কবে বৃষ্টি জানাল আবহাওয়া অফিস May 10, 2025