মেট গালায় সেরা হতে পারলেন না শাহরুখ, আলো কাড়লেন অন্যরা

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অনুষ্ঠিত হলো ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর মেট গালা ২০২৫। এবারের আয়োজনে প্রথমবারের মতো ভারতের কোনো পুরুষ প্রতিনিধি হিসেবে রেড কার্পেটে পা রাখেন বলিউড কিং শাহরুখ খান।

‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে কিং খানকে দেখা যায় সব্যসাচী মুখার্জির নকশা করা রাজকীয় পোশাকে। তবে নজরকাড়া উপস্থিতি সত্ত্বেও সেরা পোশাকধারী তারকার তালিকায় স্থান পাননি তিনি।

বরং রেড কার্পেটে সব আলো কেড়ে নিয়েছেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঁঝ। সাদা শেরওয়ানি, পাগড়ি ও ঐতিহ্যবাহী গহনায় মহারাজা ভূপিন্দর সিং-এর অনুপ্রেরণায় সাজে মুগ্ধ করেন সবাইকে। এই ফ্যাশন স্টেটমেন্টের জন্য ভোগ ম্যাগাজিন-এর জরিপে তিনি নির্বাচিত হয়েছেন মেট গালার ‘সেরা পোশাক পরা সেলিব্রেটি’ হিসেবে। তিনি পেছনে ফেলেছেন ফ্যাশন-আইকন রিহানা, জেন্ডায়া, এবং নিকি মিনাজ-এর মতো তারকাদের।

ভোগের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন দক্ষিণ কোরিয়ান র‍্যাপার এস কুপস, যিনি ঐতিহ্যবাহী কোরিয়ান হ্যানবক জ্যাকেট থেকে অনুপ্রেরণায় বসের ধূসর স্যুট পরে এসেছিলেন। তৃতীয় স্থান অর্জন করেন জেন্ডায়া, যিনি লুই ভিটনের স্যুটে মুগ্ধ করেন সবাইকে।

তালিকায় নাম রয়েছে তেয়ানা টেলর, রিহানা, নিকি মিনাজ, এবং শাকিরা-র মতো আন্তর্জাতিক তারকাদের। তবে এত আলোচনার পরও এই তালিকায় জায়গা পাননি শাহরুখ খান।

এবারের মেট গালায় ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরায় দিলজিৎ যে নতুন উচ্চতায় পৌঁছেছেন, তা প্রমাণ করলো এই সম্মান।


এসএস/এসএন

Share this news on: