পাকিস্তান শনিবার (১০ মে) ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে এটি ধ্বংস করার দাবি করেছে। জিওটিভি নিউজ তাদের অভ্যন্তরীণ সামরিক সূত্রের বরাতে এই তথ্য প্রচার করেছে। পাকিস্তান দাবি করেছে, তারা ‘অপারেশন বুনইয়ান উল মারসুস’ অভিযানের আওতায় ফাতাহ মিসাইলসহ ভারী অস্ত্র ব্যবহার করছে। এই অভিযানে পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফলভাবে হামলা চালানো হয়েছে।
এছাড়াও, পাকিস্তান বলছে, ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে। ভাটিন্ডা বিমানঘাঁটি পাঞ্জাবের ভাটিন্ডা শহর ও মালওয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং ভারতের বিমানবাহিনীর তত্ত্বাবধানে এখানে একটি বিমানবন্দরও অবস্থিত।
পাকিস্তান আরও দাবি করেছে, তাদের সামরিক বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তবে বেসামরিক স্থাপনায় কোনো আক্রমণ করা হয়নি। পাকিস্তান জানায়, ভারতের ৬ মে মধ্যরাতে হামলায় বেসামরিক নাগরিকরা নিহত হওয়ার পর তারা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে, যদিও প্রথমদিকে তারা সংযম দেখানোর চেষ্টা করেছিল।
‘অপারেশন বুনইয়ান উল মারসুস’ নামটি কোরআনের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে, যা পাকিস্তান সামরিক বাহিনীর ঐক্য, শক্তি এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহার করছে।
এসএস/এসএন