ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামী বুধবার অনুষ্ঠিত হবে। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এদিন তাকে ডি-লিট ডিগ্রি দেবে চবি।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হতে যাওয়া সর্ববৃহৎ এ সমাবর্তনে অংশে নিবেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। এদিন ২২ গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের নিজ হাতে স্বাক্ষর করা সনদও পাবেন।

সমাবর্তনে বক্তব্য দেবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। এছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ কয়েকজন উপদেষ্টা আসার কথা রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

সমাবর্তনকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছি জানিয়ে সমাবর্তন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতো বড় সমাবর্তন এর আগে কখনো হয়নি। আমরা সমাবর্তনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আশা করছি খুব ভালো একটি অনুষ্ঠান শিক্ষার্থীদের উপহার দিতে পারবো।

বুধবার (১৪ মে) দিনব্যাপী যা হবে- 
সমাবর্তীদের  বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিজ বিভাগ থেকে গাউন-টুপি ও খাবার নিতে হবে। এরপর দুপুর ১টার মধ্যে কেন্দ্রীয় খেলার মাঠের প্যান্ডেলে ঢুকতে হবে। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে সমাবর্তন শোভাযাত্রা হবে। তবে এতে কোনো গ্র্যাজুয়েট অংশ নিতে পারবেন না। পরে দুপুর ২টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য, ডি-লিট গ্রহণ, শিক্ষা উপদেষ্টার বক্তব্য, উপাচার্যের বক্তব্য, দুই উপ-উপাচার্যের বক্তব্য মিলিয়ে অনুষ্ঠান শেষ হবে বিকেল ৪টায়।

মানতে হবে বিশেষ নির্দেশনা- 
দুপুর ১টার পরে কোনো সমাবর্তীকে প্যান্ডেলে প্রবেশ করতে দেবে না এসএসএফ। এমনকি লাইনে দাঁড়ানো অবস্থায় ১টা বেজে গেলেও বাকিরা প্রবেশ করতে পারবেন না। দুপুর ২টায় মূল অনুষ্ঠান শুরু হবে। শেষ হবে ৪টায়। এর মধ্যে প্যান্ডেল থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবেন না। জরুরি প্রয়োজনে মেডিকেল টিম ও ওয়াশরুমের ব্যবস্থা প্যান্ডেলের মধ্যেই থাকবে।
মোবাইল ব্যতীত অন্য কিছু সঙ্গে নেওয়া যাবে না। বৃদ্ধ ও শিশুদের না আনার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়ে এলে ড্রাইভার নিয়ে আসতে অনুরোধ করা হয়েছে। যাতে ১ নম্বর গেটে সমাবর্তী নেমে যেতে পারেন। ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নিজ দায়িত্ব করতে হবে।

ক্যাম্পাসে দোকান ও খাবার হোটেল খোলা থাকবে। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসার রুটে কোনো হোটেল থাকলে সেগুলো বন্ধ করা হতে পারে। সমাবর্তিদের জন্য থাকবে ১০০ বাস। সমাবর্তনের দিন সকাল ৬টা থেকে শহরের নির্দিষ্ট পয়েন্ট থেকে ১০০টি বাস সমাবর্তিদের নিয়ে ক্যাম্পাসের উদ্দেশ্য ছেড়ে আসবে। সমাবর্তন শেষে এগুলো আবার শহরে ফিরে যাবে।

৫ পয়েন্টে থাকবে এলইডি পর্দা- 
সাধারণ শিক্ষার্থীদের জন্য শহীদ মিনার, জারুল তলা, সায়েন্স ফ্যাকাল্টিসহ ৫ পয়েন্টে এলইডি পর্দায় অনুষ্ঠান দেখানো হবে। সমাবর্তন অনুষ্ঠান সরাসরি লাইভ সম্প্রচার করবে বিটিভি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ছোট ছোট মিছিল নিয়ে গণজমায়েতে অংশ নিচ্ছে ছাত্র-জনতা May 10, 2025
img
নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানাল জাস্টিস কাউন্সিল May 10, 2025
img
রোদ এড়িয়ে চলুন, বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত May 10, 2025
img
ভারতের জম্মু-কাশ্মির থেকে হজ ফ্লাইট বাতিল May 10, 2025
img
মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার দাবি কঙ্গনার May 10, 2025
img
অন্তর্বর্তী সরকারও হাসিনার মতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী May 10, 2025
img
হালান্ডকে নিয়ে সুখবর দিলেন গার্দিওলা May 10, 2025
img
‘জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন’ May 10, 2025
img
বাংলাদেশি ৬ টিভির ইউটিউব চ্যানেল বন্ধ ভারতে: ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে সরকার May 10, 2025
img
তরুণ চিকিৎসকদের সিগারেটের দাম বাড়ানোর আহ্বান May 10, 2025