নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানাল জাস্টিস কাউন্সিল

বিদ্যমান নারী সংস্কার কমিশন বাতিল করে দেশের মূলধারার নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছে জাস্টিস কাউন্সিল।

শনিবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘নারীর প্রতি বৈষম্য : সুবিচার প্রতিষ্ঠায় ইসলামই সমাধান’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানজুরে এলাহী, বাংলাদেশ জমইয়তে আহলে হাদিসের সহ সভাপতি আহমাদুল্লাহ ত্রিশালী, ইউনাইটেড ইউনিভার্সিটির অধ্যাপক মুহাম্মাদ সাইফুল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোকে সংস্কার না বলে বরং সমাজ বিধ্বংসী ও মূল্যবোধবিরোধী ষড়যন্ত্র বলা যেতে পারে। এ প্রস্তাবনার মাধ্যমে ধর্মীয় ও সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করে পাশ্চাত্য মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, পারিবারিক কাঠামো এবং সামাজিক স্থিতিশীলতাকে ধ্বংস করার উদ্দেশ্যেই এমন প্রস্তাবনা পেশ করা হয়েছে।

তারা আরও বলেন, আমরা নারীর সম্মান চাই, কিন্তু পতিতাবৃত্তি বা চারিত্রিক বিকৃতির মাধ্যমে নয়। আমরা বলতে চাই, ইসলামই নারীকে যথাযথ সম্মান, অধিকার ও দায়িত্বের ভারসাম্য স্থাপন করে প্রকৃত সুবিচার নিশ্চিত করে।

জাস্টিস কাউন্সিলের দাবিগুলো হলো-
১. বিদ্যমান সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করে ইসলামিক স্কলার ও দেশের মূলধারার নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন কমিশন গঠন করতে হবে।
২. শিক্ষাক্রম থেকে বিকৃত যৌনতা ও জেন্ডার থিওরি সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে।
৩. এলজিবিটি প্রপাগান্ডা রোধে কার্যকর আইন প্রণয়ন করতে হবে।
৪. ইসলামী পারিবারিক আইন সংরক্ষণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
৫. পতিতাবৃত্তি ও ব্যভিচারকে সামাজিক অপরাধ হিসেবে ঘোষণা করতে হবে।
৬. ধর্মীয় স্বাধীনতাকে নারীর অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে।
৭. দেশের নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ রক্ষার্থে জাতীয় নৈতিকতা ও মূল্যবোধ পরিষদ গঠন করতে হবে।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেডের দাবিতে সমাবেশ May 10, 2025
img
সিদ্ধান্ত প্রায় নিশ্চিত হলে তারা বলবেন, ‘আমরাও নিষিদ্ধ চাই’: হান্নান মাসউদ May 10, 2025
img
বিএনপিসহ সবাই আওয়ামী লীগ নিষিদ্ধ চায় : প্রিন্স May 10, 2025
img
জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ May 10, 2025
img
আ. লীগ নিষিদ্ধে সুস্পষ্ট ঘোষণা না পেলে মার্চ টু যমুনা ঘোষণা হাসনাত আব্দুল্লাহর May 10, 2025
img
‘১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’ May 10, 2025
img
বাবা যুদ্ধক্ষেত্র থেকে ফোন করতেন : আনুশকা May 10, 2025
img
টিকিট বুকিংয়ের পর মুক্তি বাতিল, ৬০ কোটি ক্ষতি সিনেমা হলের! May 10, 2025
img
পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিশাদ-নাহিদরা May 10, 2025
img
ড. ইউনূসের সঙ্গে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের শুভেচ্ছা বিনিময় May 10, 2025