ফেনীতে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা সড়কে বসে পড়লেন

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ফেনীতে ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।

শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভার এলাকায় এ কর্মসূচি শুরু হয়।

এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ত্রিপুরা না ফেনী, ফেনী ফেনী’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ’২৪-এর বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘লীগ ধর, জেলে ভর’সহ এমন নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। গত বছরের ৪ আগস্ট মহিপালে তাদের নির্বিচারে গুলিতে আমাদের এতোজন ভাই শহীদ হয়েছেন। ১৬ বছর ধরে এ দেশে তারা জুলুম, অত্যাচার, অন্যায়ের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ৫ আগস্টই এ ফ্যাসিবাদের অধ্যায় শেষ হয়েছে। নতুন বাংলাদেশে এতোদিন পর এসেও এমন দাবির জন্য মাঠে নামা হতাশার। শিগগিরই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি আবদুল আজিজ বলেন, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শাহবাগের অবস্থান কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আমাদের এ আয়োজন।

ওসমান গনি রাসেল নামে আরেক সংগঠক বলেন, আজকের অবস্থানস্থলেই আওয়ামী লীগের নেতাকর্মী গত ৪ আগস্ট আমাদের ১২ জন ভাইকে গুলি করে শহীদ করেছিল। তাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমাদের এ সংগ্রাম। শিগগিরই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় এ আন্দোলন আরও কঠোর হবে।

কর্মসূচিতে এনসিপি, ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজ লাইলাতুল আওয়ামী পেটানোর রাত: ইলিয়াস হোসেন May 11, 2025
img
রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল May 11, 2025
সরকার আওয়ামী-লীগকে ব্যান করলে আপত্তি নেই বিএনপি-জামায়াতের May 11, 2025
ইতালির সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশ পিছিয়ে কেন? May 11, 2025
আ.লীগ নিষিদ্ধে রাজধানীতে যেন ঈদের আমেজ May 11, 2025
img
সরকার কি তামাশা শুরু করেছে? দল হিসেবে নিষিদ্ধ করে নাই: রাফি May 11, 2025
আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত-আখতার-মুসাদ্দিকরা May 11, 2025
কোনো দলকে নি'ষি'দ্ধ করার পক্ষে নন জি এম কাদের ও গয়েশ্বর May 11, 2025
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ May 11, 2025
img
উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে হাসনাতরা May 11, 2025