পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে উত্তাল ভারতের পরিস্থিতি। অপারেশন সিঁদুরকে সমর্থন ও প্রশংসা জানিয়ে নানা মন্তব্যও করছেন ওপার বাংলার তারকারা। এমন আবহে বাংলাদেশকে স্মৃতিচারণ করে পোস্ট দিয়েছিলেন টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। আর এ নিয়ে নেটিজেনদের খানিক তোপের মুখে পড়েন তিনি।
টালিউডের প্রথম সারির অভিনেতা অঙ্কুশ। তার দীর্ঘদিনের ক্যারিয়ারে একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। শুধু টালিউড নয়, ঢালিউডের নানা অভিনেতা ও প্রযোজনা সংস্থার সঙ্গেও কাজ করেছেন এই নায়ক।
শুধু কলকাতাতেই নয়, বাংলাদেশেও প্রচুর অনুরাগী রয়েছে অঙ্কুশের। চিত্রনায়িকা মাহিয়া মাহি, নুসরাত ফারিয়ার মতো তারকাদের বিপরীতে একাধিক ছবিতে কাজ করে পেয়েছেন জনপ্রিয়তা।
বাংলাদেশে বেশ আপ্যায়ন পেয়েছেন অঙ্কুশ। বলা বাহুল্য, বাংলাদেশের প্রতি অঙ্কুশের বিস্তর ভালোলাগা। সেই কথাই যেন অনুরাগীদের আরও একবার মনে করিয়ে দিলেন নায়ক।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাগ করে নেন অঙ্কুশ। ছবিটির ক্যাপশনে লেখেন, 'হঠাৎ খুঁজে পেলাম। প্রায় ১১ বছর আগের ছবি ।
শেষবার বাংলাদেশে গিয়েছিলাম শ্যুটিং করতে। অপেক্ষায় থাকলাম আবার কবে যেতে পারব। কারণ সবথেকে বেশি ভালোবাসা অভিনেতা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও পেয়ে থাকি সেটা হল বাংলাদেশ।'
অঙ্কুশের এই পোস্ট দেখে বাংলাদেশি ভক্তরা আপ্লুত হলেও গাত্রদাহ শুরু হয় কিছু ভারতীয় নেটিজেনদের। এক ভারতীয় নেটিজেন মন্তব্য ঘরে লিখেছেন, 'আদিখ্যেতা'।
তবে সেই পোস্টটি আর অভিনেতার টাইমলাইনে আর দেখা যায়নি। তবে গুগল সার্চ এর কেচ রেকর্ড এ সেই পোস্টের আলামত পাওয়া যায়। শেষ পর্যন্ত ৪৫ হাজার প্রতিক্রিয়া ছিল অঙ্কুশের সেই পোস্টে। কী কারণে ডিলিট করলেন, তা নিয়ে অবশ্য নানা সন্দেহের দানা বেঁধেছে নায়কের বাংলাদেশি ভক্তদের।
আরএম