পাকিস্তানে একযোগে তিন ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা

পাকিস্তানের বিমানবাহিনীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে শুক্রবার (৯ মে) মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। পাক ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, সরকোটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান।

সংবাদমাধ্যমটি বলেছে, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় নূর খান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, যা প্রতিহত করা হচ্ছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, এ ঘাঁটি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাকিস্তানে আসা-যাওয়া করেন। এছাড়া পাকিস্তানের বড় বড় নেতারাও বিদেশে বা দেশের অন্য কোথাও যেতে এটি ব্যবহার করে থাকেন।

মাত্র গতকালই সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর নূর ঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে আসেন।

এদিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, এতে দাবি করা হচ্ছে ভারতের মিসাইল হামলায় নূর খান ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে ঘাঁটি সদৃশ একটি জায়গায় বিশাল বিস্ফোরণ ঘটতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বিমান থেকে মিসাইল ছুড়ে ঘাঁটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে ভারতীয় বাহিনী।

ডিজিএফআইয়ের মহাপরিচালক দাবি করেছেন, ভারতের কিছু মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমানঘাঁটির কাছে আঘাত হানতে সক্ষম হয়েছে। কিন্তু ঘাঁটির কোনো সম্পদ (বিমান বা অন্যান্য জিনিস) ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেন তিনি৷ ভারতের এ হামলার পর পর পাকিস্তানের পুরো আকাশসীমা মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি হুমকির সুরে বলেন, এখন ভারত আমাদের হামলা প্রত্যক্ষ করবে।

আরএম 

Share this news on:

সর্বশেষ

img
আইপিএলের পর ভারতে স্থগিত হলো আরো এক জনপ্রিয় টুর্নামেন্ট May 10, 2025
তারেক রহমান কেন দেশে আসছেন না? জানালেন বিএনপি নেতারা May 10, 2025
img
রাত ১টার মধ্যে তিন অঞ্চলে ঝড়ের আভাস May 10, 2025
img
শেরপুরে সীমান্তে জব্দ হলো ১৩৮৬ বোতল ভারতীয় মদ May 10, 2025
img
‘শুধুমাত্র রাজকুমার রাওয়ের স্ত্রী হিসেবে পরিচিতি পেতে আমি ঘৃণা বোধ করি': পত্রলেখা May 10, 2025
img
মার্কিন বন্দরে ট্রাম্পের ১৪৫% শুল্কে প্রথম চীনা জাহাজ পৌঁছেছে May 10, 2025
নতুন যুদ্ধ সঙ্গীত প্রকাশ করলো পাকিস্তান May 10, 2025
img
দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা May 10, 2025
নবীজি যেভাবে দিন শুরু করতেন | ইসলামিক জ্ঞান May 10, 2025
হাবিল কাবিলের মর্মান্তিক কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 10, 2025