শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৩৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।
শনিবার (১০ মে) ভোরে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসকল মদ জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাদক কারবারিরা।
ভারতীয় মদ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন। তিনি জানান, মাদক কারবারিরা ভারত থেকে অবৈধভাবে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ মদ সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকার গভীর জঙ্গল দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাদক কারবারিরা।
পরে সেখান থেকে ভারতীয় ৮টি ব্র্যান্ডের এক হাজার ৩৮৬ বোতল মদ জব্দ করা হয়।
উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।