দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গা, ভারতীয় নাগরিকদের পুশ-ইন (জোরপূর্বক প্রবেশ) করার একাধিক ঘটনার প্রেক্ষিতে হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
সম্প্রতি চুনারুঘাটের ৩৭ কিলোমিটারসহ জেলার ১০৩.২ কিলোমিটার সীমান্তে এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটলেও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, বিজিবি সদর দপ্তরের নিদের্শনা অনুযায়ী বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আমাদের প্রতিটি বিওপিতে (বর্ডার আউট পোস্ট) টহল জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরো বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের পুশ-ইন প্রতিরোধে আমরা প্রস্তুত। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা।’
এফপি/এস এন