রোহিতের পর এবার টেস্ট থেকে অবসরের পথে কোহলি

রোহিত শর্মার পর এবার টেস্ট থেকে অবসর নেওয়ার পথে বিরাট কোহলিও। ইতোমধ্যে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। তবে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বোর্ড।

আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। দল ঘোষণাও হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই। তবে তার আগে কিছুটা ধাক্কা-ই খেলো বিসিসিআই।

গত বুধবার (৭ মে) সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে টেস্ট থেকে অবসর নেন নিয়মিত অধিনায়ক রোহিত। এ সিরিজের আগে আরও এক সিনিয়র ক্রিকেটারকেও এ ফরম্যাট থেকে হারাতে যাচ্ছে বিসিসিআই।
রোহিতের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন কোহলিও। ভারতীয় সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি প্রতিবেদনে উল্লেখ করে, সে (কোহলি) সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং টেস্ট থেকে অবসর নেওয়ার বিষয়ে বোর্ডকে জানিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজের আগে এমন সিদ্ধান্ত নিয়ে কোহলিকে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বিসিসিআই। তিনি এখনো কিছু জানাননি।

ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও সিরিজের বাকি ম্যাচগুলোতে ব্যর্থ ছিলেন তিনি। তবে ফর্মে না থাকলেও বোর্ড চাইছে ইংল্যান্ড সফরে কোহলি থাকুক। কারণ, রোহিতের পর কোহলিকেও যদি এই সফরে না পাওয়া যায়, তাহলে দলের ব‍্যাটিং লাইনআপ অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছে এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে।

২০১১ সালে ভারতের হয়ে টেস্ট অভিষেকের পর ১২৩টি ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান। ২১০ ইনিংসে তার শতক ৩০টি আর অর্ধশতকের সংখ্যা ৩১টি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আইপিএলের পর ভারতে স্থগিত হলো আরো এক জনপ্রিয় টুর্নামেন্ট May 10, 2025
তারেক রহমান কেন দেশে আসছেন না? জানালেন বিএনপি নেতারা May 10, 2025
img
রাত ১টার মধ্যে তিন অঞ্চলে ঝড়ের আভাস May 10, 2025
img
শেরপুরে সীমান্তে জব্দ হলো ১৩৮৬ বোতল ভারতীয় মদ May 10, 2025
img
‘শুধুমাত্র রাজকুমার রাওয়ের স্ত্রী হিসেবে পরিচিতি পেতে আমি ঘৃণা বোধ করি': পত্রলেখা May 10, 2025
img
মার্কিন বন্দরে ট্রাম্পের ১৪৫% শুল্কে প্রথম চীনা জাহাজ পৌঁছেছে May 10, 2025
নতুন যুদ্ধ সঙ্গীত প্রকাশ করলো পাকিস্তান May 10, 2025
img
দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা May 10, 2025
নবীজি যেভাবে দিন শুরু করতেন | ইসলামিক জ্ঞান May 10, 2025
হাবিল কাবিলের মর্মান্তিক কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন May 10, 2025