শীর্ষ চারে শেষ করবই, আত্মবিশ্বাসী ইউভেন্তুস কোচ

সেরি আয় টপ ফোরের লড়াই এখন উত্তেজনার চূড়ায়। সমান ৬৩ পয়েন্ট নিয়ে চারে ইউভেন্তুস, আর তাদের ঠিক নিচে গোল পার্থক্যে পাঁচে রোমা, ছয়ে লাৎসিও। বাকি তিন রাউন্ডে এই জায়গাগুলোতেই গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটের লড়াই। এ অবস্থায় ইউভেন্তুস কোচ ইগর টুডর মনে করছেন—তাদেরই জায়গা হবে শীর্ষ চারে।

সর্বশেষ ম্যাচে বোলোনিয়ার মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় ইউভেন্তুস, আর সেই সুযোগেই আরও কয়েকটি দল এসে পড়েছে প্রতিদ্বন্দ্বিতায়। মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে বোলোনিয়া (৬২), আর তিন পয়েন্টের ব্যবধানে আছে ফিওরেন্তিনা (৫৯) ও এসি মিলান (৫৭)।

এই শনিবার লাৎসিওর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টুডর আত্মবিশ্বাসী, “হ্যাঁ, আমরা (চ্যাম্পিয়ন্স লিগে) থাকব বলেই বিশ্বাস করি। তবে বাকিরাও একই বিশ্বাসে আছে। এখন মাঠে নিজের প্রমাণ দিতে হবে।”

চলতি মৌসুমে জানুয়ারিতে প্রথম হারের মুখ দেখে ইউভেন্তুস, কিন্তু সাম্প্রতিক সময়ে দলটা কিছুটা ফর্ম হারিয়েছে—শেষ আট ম্যাচে তিন হার, দুই ড্র। এরপরও মার্চে দায়িত্ব নেওয়া টুডর আশাবাদী।

“এই সপ্তাহে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস আর ম্যাচ সচেতনতা দেখেছি। তারা লাৎসিওর বিপক্ষে লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।”

শুধু টপ ফোর নয়, সেরি আর শিরোপা লড়াইও জমজমাট। ৭৭ পয়েন্ট নিয়ে এগিয়ে নাপোলি, তাদের পেছনে ইন্টার মিলান (৭৪) ও আতালান্তা (৬৮)। শেষ তিন রাউন্ডে বদলে যেতে পারে পুরোটাই।


এসএস/এসএন

Share this news on: