ভারতের আকাশ প্রতিরক্ষা এস-৪০০ ধ্বংস, দাবি পাকিস্তানের

পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তান সামরিক বাহিনী ভারতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনায় হামলার দাবি করেছে। পাকিস্তানের মতে, তারা ‘অপারেশন বুনিয়ান মারসুস’-এর আওতায় ভারতের পাঞ্জাব রাজ্যের জালন্ধরের আদমপুরে মোতায়েন এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ধ্বংস করেছে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, দেশটির বিমান বাহিনী (PAF) হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে। তারা দাবি করে, এটি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়। উল্লেখ্য, ভারত ২০১৮ সালে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ ‘ত্রায়মুফ’ সিস্টেমটি প্রায় ৫.৪৩ বিলিয়ন ডলারে ক্রয় করে। এই প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে বহু লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম এবং এর রেডার ৬০০ কিমি দূরের লক্ষ্যও ধরতে পারে।

ভারত বর্তমানে এই এস-৪০০ সিস্টেমের তিনটি স্কোয়াড্রন পাঞ্জাব, সিকিম এবং রাজস্থান-গুজরাট সীমান্তে মোতায়েন করেছে। বাকি দুটি স্কোয়াড্রনের সরবরাহ ২০২৫-২৬ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানি সূত্র আরও দাবি করেছে, ভারতের বিয়াসে অবস্থিত ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র গুদামঘরেও আঘাত হানা হয়েছে এবং তা ধ্বংস করা হয়েছে। এ ছাড়াও উদমপুর, আদমপুর, সুরতগড় ও পাঠানকোটের বিমানঘাঁটিগুলোতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই হামলায় পাকিস্তানের ব্যবহৃত ‘ফাতাহ-২’ মিসাইল সবচেয়ে বেশি ক্ষতি করেছে।

এই দাবিগুলোর সত্যতা নিয়ে এখনো ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সামরিক বিশ্লেষকেরা সতর্ক দৃষ্টি রাখছেন।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
লঞ্চে প্রকাশ্যে তরুণীদের মারধর, অভিযুক্তের দাবি ‘ভাই হিসেবে করেছি’ May 10, 2025
img
আওয়ামী নিষিদ্ধের প্রশ্নে কোনও আপস হবে না : নুরুল হক নুর May 10, 2025
img
ভারত-পাকিস্তান সংঘাত, কার্যক্রম গুটিয়ে নিচ্ছেন ভারতীয় তারকারা May 10, 2025
img
বিশ্বকাপজয়ী স্কালোনির জন্য ব্রাজিলের পাঁচ গুণ বেশি পারিশ্রমিকের প্রস্তাব! May 10, 2025
img
পাকিস্তানের একটি লঞ্চপ্যাড ধ্বংস করেছে বিএসএফ May 10, 2025
img
প্রতিদিন বিস্কুট খাওয়ার অভ্যাস, ভালো না খারাপ? May 10, 2025
img
৪৮ ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে- গণঅধিকার পরিষদ May 10, 2025
img
৬০ মিলিয়ন ইউরোতে আর্সেনালে মার্টিন জুবিমেন্দি ! May 10, 2025
img
বায়তুল মোকাররমে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা May 10, 2025
img
প্রচণ্ড গরমে মশককর্মীদের কাজ এক ঘণ্টা কমালো ডিএনসিসি May 10, 2025