ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ

কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৮ হাজার কোটি টাকারও বেশি। যা নিয়ে ক্ষুব্ধ ভারত। কেননা, পাকিস্তানকে ঋণ দেওয়ার বিরোধিতা করেছিল মোদি সরকার।

শুক্রবার ওয়াশিংটনে বৈঠকে বসেছিল আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ড। সেখানে ভারত উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আইএমএফের ঋণ পাওয়ার যে শর্ত থাকে, তা মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। তাই তাদের যেন ঋণ না দেওয়া হয়। পরে আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ডের বৈঠকেও ভোটদানে বিরত থাকে ভারত। যদিও ভারতের বিরোধিতা উপেক্ষা করেই শেষ পর্যন্ত পাকিস্তানকে অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে আইএমএফ।

ভারতের ভোটদান থেকে বিরত থাকার পেছনে কারণ হিসেবে দেশটির গণমাধ্যম জানিয়েছেন, আইএমএফের নিয়ম অনুযায়ী, ভোটাভুটির ক্ষেত্রে বিরোধিতার কোনও সুযোগ নেই। অর্থাৎ প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া যায় না। হয় সমর্থন করতে হবে নয়তো ভোটদানে বিরত থাকতে হবে। পাকিস্তানকে ঋণ মঞ্জুর না করার সপক্ষে ভারতের জোরালো যুক্তি থাকলেও ভোটাভুটিতে বিপক্ষে যাওয়ার সুযোগ ছিল না। তাই ভোটদানে বিরত থেকেই প্রতিবাদ করে তারা।

ভারতের তরফে বলা হয়েছে, ‘আইএমএফের কাছ থেকে দীর্ঘ দিন ঋণ নিয়েছে পাকিস্তান। কিন্তু তা ব্যবহারের ক্ষেত্রে খারাপ নজির স্থাপন করেছে তারা। আইএমএফ প্রকল্পের শর্তও মানেনি।’
যদিও ভারতের এসব অভিযোগ ধোপে টেকেনি। ভারতের তীব্র বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিয়েছে আইএমএফ। আর আইএমএফের এমন সিদ্ধান্তে যে ক্ষুব্ধ ভারত; সেটা পরিষ্কার হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর এক্সে দেওয়া পোস্টে।

যেখানে আবদুল্লাহ লিখেছেন, ‘আমি নিশ্চিত নই আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে মনে করে উপমহাদেশে বর্তমান উত্তেজনা কমে যাবে। যখন কিনা আইএমএফ পাকিস্তানকে পুঞ্চ, রাজৌরি, উরি, তাংধর এবং আরও অনেক জায়গা ধ্বংস করার জন্য যে সমস্ত অস্ত্র ব্যবহার করছে তার জন্য অর্থ প্রদান করছে তারা।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভারত যদি থামে, তাহলে আমরাও থামব : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী May 10, 2025
img
শ্রীমঙ্গলে লাইনচ্যুত হলো অয়েল ট্যাংকার ট্রেন May 10, 2025
img
‘বুনইয়ানুম মারসুস’ বলে কোরআনে যা বুঝানো হয়েছে May 10, 2025
img
ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ রোকেয়াকে দেখা যাবে? May 10, 2025
img
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে দুধ দিয়ে গোসল যুবকের May 10, 2025
img
লঞ্চে প্রকাশ্যে তরুণীদের মারধর, অভিযুক্তের দাবি ‘ভাই হিসেবে করেছি’ May 10, 2025
img
আওয়ামী নিষিদ্ধের প্রশ্নে কোনও আপস হবে না : নুরুল হক নুর May 10, 2025
img
ভারত-পাকিস্তান সংঘাত, কার্যক্রম গুটিয়ে নিচ্ছেন ভারতীয় তারকারা May 10, 2025
img
বিশ্বকাপজয়ী স্কালোনির জন্য ব্রাজিলের পাঁচ গুণ বেশি পারিশ্রমিকের প্রস্তাব! May 10, 2025
img
পাকিস্তানের একটি লঞ্চপ্যাড ধ্বংস করেছে বিএসএফ May 10, 2025