৮ ঘণ্টার জটিল অস্ত্রোপচার, আরও ৩টি অপারেশন বাকি পবনদীপের

চিকিৎসায় সাড়া দিচ্ছেন পবনদীপ রাজন। সম্প্রতি ছয় ঘণ্টার অস্ত্রোপচার হয়েছে গায়কের। শুক্রবারও আট ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচার হল ‘ইন্ডিয়ান আইডল ১২’ বিজয়ীর। আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। পথ দুর্ঘটনায় পবনদীপ রাজনের গুরুতর জখম হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁর আসমুদ্র হিমাচলের অনুরাগীরা উদ্বিগ্ন ছিলেন। সম্প্রতি গায়কের বন্ধু গোবিন্দ দিগারি হাসপাতাল থেকে নতুন ছবি শেয়ার করে সকলকে আশ্বস্ত করেন। এসবের মাঝেই শুক্রবার এক বিবৃতি প্রকাশ করা হয় পবনদীপের টিমের তরফে।

আর সেই নতুন বিবৃতিতে জানানো হয়েছে, “পবনদীপ রাজনের আরও তিনটি অস্ত্রোপচার হবে। সকালে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল ওঁকে। আট ঘণ্টা ধরে অপারেশন চলে। যে কটা হাড় ভেঙেছিল। সবকটার অস্ত্রোপচারই সফলভাবে হয়েছে। তবে ওঁকে আরও দিন কয়েক চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকতে হবে। ডাক্তাররা জানিয়েছেন, পরবনদীপ ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে। দয়া করে সকলে ওঁর দ্রুত আরোগ্য কামনা করুন।” গত ৫ মে, সোমবার ভোর ৩.৪০ নাগাদ আহমেদাবাদের জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। হাসপাতাল থেকে ভাইরাল হওয়া এক ভিডিও থেকেই প্রথমে গায়কের দুর্ঘটনার খবর পাওয়া যায়। জানা যায়, গাড়ির চালক ঘুমিয়ে পড়াতেই নাকি এহেন মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে। যার জেরে পবনদীপের একাধিক হাড় ভেঙেছে।

প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলের আগে পবনদীপ ২০১৫ ভয়েস অফ ইন্ডিয়ার সিজন ১ এর উইনার ছিলেন। মারাঠি ছবিতে মিউজিক ডিরেকশনের কাজও করেছেন। গান গেয়েছেন হিন্দি ও মারাঠি ছবিতেও। একাধিক কনসার্ট করেছেন বিদেশে। উত্তরাখণ্ড সরকারের কাছ থেকে পেয়েছেন ‘ইয়ং অ্যাম্বাসাডর অফ উত্তরাখন্ডে’-র শিরোপা। গান গেয়ে মন জয় করাই শুধু নয় পবন গিটার, কি বোর্ড, তবলা, ঢোলকের মত যন্ত্র বাজাতেও ওস্তাদ।

উত্তরাখন্ডের এক ছোট্ট গ্রাম চম্পাওয়াত। সেখানে বসেই পবনদীপ স্বপ্ন দেখতেন গায়ক হওয়ার। আর সেই স্বপ্ন নিয়েই তাঁর পথচলা।

এসএন 


Share this news on:

সর্বশেষ

img
নীলে মোহিত মিমের লুক! May 10, 2025
img
রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র May 10, 2025
img
আম দিয়ে রাঁধুন মুরগির মাংসের নতুন পদ May 10, 2025
img
শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা May 10, 2025
img
ভারতের সীমান্ত এলাকায় নিহত ২২, ঘরছাড়া হাজারো মানুষ May 10, 2025
img
বিশেষ শর্তে ফিলিস্তিন’কে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে আমেরিকা May 10, 2025
img
এবার সাইবার আক্রমণের শিকার ভারতীয় সেনাবাহিনী May 10, 2025
img
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত May 10, 2025
img
সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান May 10, 2025
img
আমরা থামার অবস্থায় নেই, ৩ দেশকে যে বার্তা জানাল পাকিস্তান May 10, 2025