পাকিস্তান-ভারতের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা অবশেষে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর উপর প্রভাব ফেলেছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে টুর্নামেন্টের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এর ফলে পিএসএলে অংশ নেওয়া দুই বাংলাদেশি তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা দেশে ফিরে আসছেন।
প্রাথমিকভাবে বলা হয়েছিল, সংঘাত এড়াতে পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে, এবং রিশাদ ও নাহিদ সেই প্রস্তুতি নিয়েই ছিলেন। তবে পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট স্থগিত করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাৎক্ষণিকভাবে খেলোয়াড়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়।
এছাড়া, পাকিস্তানে কর্মরত দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক মাহরুশ প্রত্যয় এবং তাশফিক পলককেও দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান শাহরিয়ার নাফিস নিশ্চিত করেছেন যে, এই চারজন ইতোমধ্যেই দেশে ফিরতে রওনা হয়েছেন।
পিএসএলের চলতি আসরে রিশাদ হোসেন বল হাতে ভালো পারফর্ম করছিলেন, এবং নাহিদ রানা অভিষেকের অপেক্ষায় ছিলেন। তবে দুঃখজনকভাবে, পরিস্থিতি তাদের মাঠে পারফর্ম করার আগেই উত্তেজনার কারণে থামিয়ে দিয়েছে।
বর্তমানে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, অনেকেই খেলতে অস্বীকৃতি জানিয়েছেন, যার ফলে আয়োজকরা সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতি যদি না বদলায়, তবে পিএসএল পুনরায় শুরু হবে কি না, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
এসএস/এসএন