পাকিস্তান নিজেদের আকাশসীমা খুলে দিলো

ভারতের সঙ্গে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান।

শনিবার (১০ মে) বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথে হঠাৎ করে এ তথ্য জানান। এরপর দুই দেশ আলাদাভাবে বিষয়টি নিশ্চিত করে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিটি কার্যকর হয়েছে।

এর কিছুক্ষণ পরই পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সবধরনের ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে।

গত ৭ মে পাকিস্তানের আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় মিসাইল হামলা চালায় ভারত। এর সঙ্গে সঙ্গে পাকিস্তানের বিমানবাহিনী ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায়। ওইদিন ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করতে সমর্থ হয় তারা। এরপর দুই দেশের সীমান্তে গোলাবর্ষণ চলতে থাকে। সঙ্গে চলে ড্রোন হামলাও। গতকাল শুক্রবার মধ্যরাতে ভারত হঠাৎ করে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়। এরপর পাকিস্তান শনিবার সকালে ভারতের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এতে হাইপারসনিক মিসাইল ব্যবহার করে ইসলামাবাদ।

এদিকে যুদ্ধবিরতিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন “পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে। তবে এক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কখনো আপস করিনি।”

অপরদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ দুপুরে পাকিস্তানের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালক ভারতীয় মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের মধ্যে একটি চুক্তি হয়।

তিনি বলেন, “তারা সম্মত হন যে দুই পক্ষ লড়াই এবং স্থল, আকাশ ও সমুদ্রে সামরিক কার্যক্রম বন্ধ করবে। যা ভারতীয় সময় বিকেল ৫টা থেকে কার্যকর হবে। এ চুক্তিটি কার্যকরে দুই পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুই দেশের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকরা আগামী ১২ মে ফের কথা বলবেন।”

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ-এ ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির কথা জানান। তিনি বলেন, দুই দেশ তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
৬৭ রান করেও নিজেকে অলরাউন্ডার ভাবছেন না স্পিনার নাসুম May 10, 2025
img
ভারতে অনুপ্রবেশের সময় ঝিনাইদহ সীমান্তে মাদক কারবারিসহ ১৯ বাংলাদেশি আটক May 10, 2025
শাকিব খানের কথা বলতেই ক্ষেপে গেলেন জয় May 10, 2025
img
চুনারুঘাট সীমান্তে বিজিবির টহল জোরদার May 10, 2025
img
ঢাকায় দায়িত্ব নিলেন ভুটানের নতুন রাষ্ট্রদূত দাশো খারমা May 10, 2025
img
সিলেটে আ. লীগ সন্দেহে যুবককে গণপিটুনি May 10, 2025
img
৫ সচিবকে অবাঞ্ছিত ঘোষণা, পদত্যাগ না করলে অফিস ঘেরাও May 10, 2025
img
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট May 10, 2025
img
নারীসহ ২ ‘চাঁদাবাজকে’ গাছে বেঁধে পুলিশে সোপর্দ May 10, 2025
img
ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেডের দাবিতে সমাবেশ May 10, 2025