পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শেহবাজ

ভারতের ‘অপারেশন সিঁদুর’ সেনা অভিযানের পাল্টা জবাব দিতে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করেছে পাকিস্তান। এর মধ্যেই পরমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের (ন্যাশনাল কমান্ড অথরিটি) সঙ্গে সভার আহ্বান করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শনিবার (১০ মে) সকালে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি সভার আহ্বান করেছেন। এটি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র নীতি সংক্রান্ত বিষয়ে দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ।

অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ সভা হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ভারতের চলমান হামলা মোকাবিলায় শক্তিশালী অস্ত্র ব্যবহার নিয়ে সভায় আলোচনা হবে। অথরিটির কাছ থেকে সবুজ সংকেত পেলে পাকিস্তান সেনাবাহিনী বিধ্বংসী সব অস্ত্র ভারত সীমান্তে মোতায়েন করতে পারবে। 

উল্লেখ্য, ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ অভিযানের আওতায় ইতোমধ্যে গতকাল শুক্রবার রাতে ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। এই স্থাপনাগুলোর মধ্যে পাঠানকোট বিমান ঘাঁটি, উধামপুর বিমান ঘাঁটি, গুজরাট বিমান ঘাঁটি, রাজস্থান বিমান ঘাঁটি এবং ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহমোসের একটি মজুতস্থান উল্লেখযোগ্য। আরবি ‘বুনিয়ান উল মারসুস’-এর বাংলা অর্থ সীসার প্রাচীর।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।

এ ঘটনায় সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
শাহবাগ যাচ্ছে ইসলামী আন্দোলনের গণমিছিল May 10, 2025
img
ছাত্র-জনতার আন্দোলনকে বিতর্কিত করার প্রচেষ্টা চলছে : হাসনাত আব্দুল্লাহ May 10, 2025
img
সিলেটকে জালালাবাদ প্রদেশ করার দাবি! May 10, 2025
img
পারমাণবিক সংস্থার বৈঠকের খবর অস্বীকার করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী May 10, 2025
img
কড়া রোদেও চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে জনস্রোত May 10, 2025
img
ভারতের সঙ্গে সংলাপ চান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী May 10, 2025
img
‘পাকিস্তানে পারমাণবিক অস্ত্রের বিষয়ে বৈঠক হয়নি’ May 10, 2025
img
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ১৯ দিন May 10, 2025
img
মনে হয়েছিল নিজের চামড়া মোটা করে নিতে হবে : সোনালি বেন্দ্রে May 10, 2025
img
নাশকতার ২ মামলায় সাবেক প্যানেল মেয়র রতন গ্রেফতার May 10, 2025