যতই দিন যাচ্ছে ততই যেন ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে উঠছে। কখনো গোলাগুলি, কখনো সীমান্তবর্তী এলাকাগুলোতে পাক-ড্রোন হামলা, সব মিলিয়ে জটিল হচ্ছে পরিস্থিতি ক্রমশ। সঙ্গে একাধিক সাধারণ নাগরিক, সেনাদের প্রাণনাশের খবরও মিলছে। সে রকমই একটি খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, যুদ্ধের ‘বিরোধিতা’য় সরব হলেন অভিনেত্রী শ্রীলেখা।
পাকিস্তানি বাহিনীর গুলিতে মুরলী নায়েক (২৭) নামে এক ভারতীয় সেনা নিহত হন বৃহস্পতিবার। সেই মৃত্যুসংবাদ শেয়ার করে সোশ্যালে শ্রীলেখা লিখলেন, ‘আমরা আমাদের নিজ নিজ ঘরের আরাম থেকে কথা বলি এবং তাদের চূড়ান্ত মূল্য দিতে হয়। একটি তরুণ জীবন খুব তাড়াতাড়ি চলে গেল… এর জবাব কে দেবে? তাই আমি চিৎকার করে বলব, যুদ্ধ শেষ হোক! মানবতাকে জাগিয়ে তোলো।’
এরপর তিনি আরো লেখেন, ‘সঠিক প্রশ্ন তোলো।
যুদ্ধ নিয়ে রোমান্টিসাইজ করা বন্ধ হোক। এর পরিণতি কখনোই ভালো হতে পারে না। আমি এই নৃশংসতার শিকার সব পক্ষের জন্য আমর প্রার্থনা। আপনারা ততক্ষণ না হয় আত্মসমালোচনা করুন।
এদিকে, শনিবার ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা জবাব হিসেবে পাকিস্তান শুরু করল ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’! এদিন ভোররাতেই ভারতের বড় বড় শহরের দিকে তাক করে পাকিস্তান চার্জ করে মিসাইল ফাতেহ-১।
এসএন