ইসলামাবাদের সব হাসপাতালে জারি হলো সর্বোচ্চ সতর্কতা

চিরবৈরী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের হামলা-পাল্টা হামলার মাঝে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সব হাসপাতালে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার রাতভর ভারত-পাকিস্তানের সৈন্যদের পাল্টাপাল্টি হামলার পর এই সতর্কতা জারি করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ খবর দিয়েছে।

শনিবার ইসলামাবাদের ডেপুটি কমিশনার (ডিসি) ইরফান মেমন বলেছেন, যেকোনও ধরনের সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় ইসলামাবাদের ১৯টি হাসপাতালে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এসব হাসপাতালে নতুন করে ২ হাজার ৩৮৯টি অতিরিক্ত শয্যা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইসলামাবাদের সব হাসপাতালে ওষুধ, রক্ত ​​এবং অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা প্রস্তুতি ছাড়াও ইসলামাবাদ প্রশাসন নাগরিকদের জন্য ৪৬টি আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে।

ইসলামাবাদের এই ডিসি বলেন, শহরে ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য বেসামরিক প্রতিরক্ষা বিভাগের ৪৪৬ জন স্বেচ্ছাসেবী অংশ নেওয়ার জন্য প্রস্তুত আছেন। এছাড়া শহরজুড়ে ৪৮টি বহুতল ভবনে জরুরি সাইরেন স্থাপন করা হয়েছে।

এর আগে, শুক্রবার মধ্যরাতে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতের সামরিক বাহিনী। এরপর পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ নামে অভিযান শুরু করে। ভারতের বিভিন্ন বিমানঘাঁটি এবং সামরিক স্থাপনায় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে পাকিস্তান।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ভারত। তাদের এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান চরম সংযম দেখিয়েছে।

শেহবাজ শরিফ বলেন, ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে।

তিনি বলেন, আমাদের পাল্টা অভিযান অপারেশন বুনইয়ানুম মারসুসে সেসব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের ওপর আক্রমণ শুরু হয়েছিল।

সূত্র: জিও নিউজ, বিবিসি।

টিকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় উত্তরায় ছাত্র-জনতার আনন্দ মিছিল May 11, 2025
img
নির্বাচিত সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে গণফোরাম May 11, 2025
img
তিন দফার, এক দফা বাকি থাকতেও রাস্তা ছাড়বো না: হাসনাত May 11, 2025
img
রশি লাগবে রশি নে, হাসিনারে ফাঁসি দে: ইশরাক May 10, 2025
img
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত May 10, 2025
পার্থ-পাভেলের দুর্দান্ত পারফরম্যান্স... May 10, 2025
পবনদীপের শরীরে ৮ঘণ্টা অস্ত্রোপচার, অপেক্ষায় আরও তিনটি May 10, 2025
যে শর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র May 10, 2025
img
বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানালেন নাহিদ ইসলাম May 10, 2025
img
উপদেষ্টা পরিষদের সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হলো May 10, 2025