ঢাকা আবাহনীর ড্র, রেলিগেশনে চট্টগ্রাম আবাহনী

টেবিলের শীর্ষে থাকা ঢাকা মোহামেডান গতকাল ফর্টিজ এফসি’র বিপক্ষে পয়েন্ট খুইয়েছিল। আজ ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ এফসি’কে ঢাকা আবাহনীর হারাতে পারলে মোহামেডানের সঙ্গে ব্যবধান সাত থেকে কমিয়ে পাঁচে আনতে পারত। গোলশূন্য ড্র করায় দুই চিরপ্রতিদ্বন্দ্বির মধ্যে দূরত্ব সেই সাত পয়েন্টেই থাকল।

১৪ ম্যাচে ঢাকা আবাহনীর পয়েন্ট ২৮। ঢাকা মোহামেডানের পয়েন্ট ৩৫। সাদা-কালোরা পরবর্তী দুই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো পেশাদার লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে। কারণ মোহামেডানের ৪১ পয়েন্ট হলে আবাহনী পরের চার ম্যাচ জিতলেও সেটা স্পর্শ করা সম্ভব হবে না।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ সবারই চোখ ছিল আবাহনী ম্যাচের উপর। এই ম্যাচটি অবশ্য টিভিতে কিংবা সামাজিক মাধ্যম কোনোভাবেই সম্প্রচার হয়নি। ফলে ফুটবলপ্রেমীরা গুরুত্বপূর্ণ খেলা থেকে বঞ্চিত হয়েছেন। আগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে লাল কার্ড দেখে খড়গে থাকায় আবাহনী এই ম্যাচে শাহীনকে খেলাতে পারেনি। আজ ময়মনসিংহে আবাহনীর আরেক খেলোয়াড় পাপন সিং আরেকটি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দশটি দল অংশগ্রহণ করছে। বাইলজ অনুযায়ী দু’টি দল অবনমিত হবে। ফকিরেরপুলের আজকের জয়ে রেলিগেশনে পড়েছে চট্টগ্রাম আবাহনী। ১৪ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৩। লিগের বাকি চার ম্যাচ জিতলেও চট্টগ্রাম আবাহনীর পক্ষে অস্টম স্থানে থাকা ফকিরেরপুলের ১৬ পয়েন্ট অতিক্রম করা সম্ভব হবে না।

চট্টগ্রাম আবাহনীর অবনমন প্রথম লেগের পরই অনুমেয় ছিল। আজ ফকিরেরপুলের জয়ের পর কাগজে-কলমেও নিশ্চিত হলো। ঢাকা ওয়ান্ডারার্সের ১৪ ম্যাচে ১০ পয়েন্ট। আজ দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জে ফকিরেরপুল ২-১ গোলে রহমতগঞ্জকে পরাজিত করে। ফকিরেরপুল এই জয়ে খানিকটা সুবিধাজনক স্থানে থাকলেও এখনো রেলিগেশন শঙ্কা কাটেনি। ইরফান ও মোশারফ শান্ত দুই অর্ধে একটি করে গোল করেন। ম্যাচের অন্তিম মুহুর্তে রাজন হাওলাদারের গোলে রহমতগঞ্জের পরাজয়ের ব্যবধান কমে।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন আলি গনি May 10, 2025
img
যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরও ভারতের কাশ্মীরে বিস্ফোরণ! May 10, 2025
img
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সিন্ধুর পানি দেবে না ভারত May 10, 2025
img
যুদ্ধবিরতির পরও সতর্ক থাকার ঘোষণা ভারতীয় বাহিনীর May 10, 2025
img
খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল ও পেস্টিসাইডের ব্যবহার বন্ধ করতে হবে: ফরিদা আক্তার May 10, 2025
img
পাকিস্তানে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন রিশাদ May 10, 2025
img
চট্টগ্রামে এক মায়ের কোলে একসঙ্গে জন্ম নিলো ছয় সন্তান May 10, 2025
img
মনের যত্ন নিন নিয়ম মেনে, থাকুন সুস্থ ও শান্ত May 10, 2025
সচিবালয় ও যমুনার আশেপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি May 10, 2025
img
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজের প্রশংসা প্রধান উপদেষ্টার May 10, 2025