পাকিস্তানে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন রিশাদ

পাকিস্তান সুপার লিগ খেলার কারণে সেখানে অবস্থান করছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। ভারত-পাকিস্তান দুই দেশের সংঘাতের কারণে পিএসএলের বাকি ম্যাচগুলো নিয়ে যাওয়া হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে গত রাতেই নতুন করে জানা যায় স্থগিত হয়ে গিয়েছে পিএসএলের বাকি অংশ।
 
নাহিদ রানা এবং রিশাদ হোসেনসহ গতকাল (৯ মে) রাতে পাকিস্তান থেকে বিশেষ এক ফ্লাইটে দুবাইয়ে পৌঁছান। এরপর সেখান থেকে আজ রওনা হন ঢাকার পথে। আজ শনিবার বিকেলে ঢাকায় পা রাখেন রিশাদ-নাহিদরা।

দেশে ফিরে পাকিস্তানের অভিজ্ঞটা বর্ণণা করতে গিয়ে রিশাদ বলেন, ‘প্রথম যে পরিস্থিতি আমরা দেখেছি, শুনতে পেয়েছি, শোনার পর একটু আতঙ্কিত হয়েছিলাম সবাই, ভয় কাজ করছিল। সবাই সাপোর্ট করছিল দেশ থেকে, টিম ম্যানেজমেন্ট থেকেও।'
 
রিশাদ আরো বলছিলেন, 'বিসিবি থেকেও অনেক খোঁজ-খবর নিয়েছে। চেষ্টা করেছে ভালো রাখার জন্য, পজিটিভ কথা বলার জন্য যেন টেনশন না করে।'

নাহিদ রানাকে নিয়ে রিশাদ বলেন, ‘নাহিদ রানা একটু ঘাবড়ে যায় এবং একটু চুপচাপ ছিল। আমি ওকে বলেছি টেনশনের কিছু নেই, আমরা দুজন আছি। আল্লাহ তো আছেই।’

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ