আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় উত্তরায় ছাত্র-জনতার আনন্দ মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে রাজধানীর উত্তরায় আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা।

শনিবার (১১ মে) মধ্যরাতে উত্তরার বিএনএস সেন্টার আগে থেকেই অবস্থান ও গণজমায়েত কর্মসূচি পালন করা ছাত্র ও সাধারণ জনতার অংশগ্রহণে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছাত্র-জনতাকে ‘এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’, ‘এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা’, ‘হৈ হৈ রৈ রৈ, আওয়ামী লীগ গেলি কই’, ‘ঘরে ঘরে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে, শনিবার সকালে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন সংশোধনের অনুমোদন দেওয়া হয়। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এখন থেকে রাজনৈতিক দল, অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে।

এই সংশোধনী গৃহীত হওয়ার পরপরই পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়— আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, এবং জুলাই আন্দোলনের নেতাকর্মী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার কথা বিবেচনায় রেখে, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম (সাইবার স্পেস-সহ) নিষিদ্ধ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

অন্যদিকে, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই আন্দোলনের অন্যতম রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তৈরি হওয়া ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আরআর 

Share this news on:

সর্বশেষ

img
দক্ষিণাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে May 11, 2025
img
ঢাকায় নেই বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে একই May 11, 2025
img
ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান May 11, 2025
img
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেফতার May 11, 2025
img
মেসির গোলের পরও হারের মুখে ইন্টার মায়ামি May 11, 2025
img
দেশের ৫২ মিলিয়ন মানুষ বন্যার ঝুঁকির মধ্যে থাকবে : পরিবেশ উপদেষ্টা May 11, 2025
img
ইংরেজি বর্ণমালা নিয়ে সহজ প্রশ্নেই আটকে গেলেন কারিনা ও আলিয়া May 11, 2025
img
সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ May 11, 2025
img
৫০০ টাকার জন্য দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা May 11, 2025
img
বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে : মাহফুজ May 11, 2025