বলিউডের দুই শীর্ষ অভিনেত্রী আলিয়া ভাট ও কারিনা কাপুর খান সম্প্রতি একটি পুরনো ভিডিওর কারণে নতুন করে আলোচনায় এসেছেন। ভিডিওটিতে দেখা যায়, ইংরেজি বর্ণমালা নিয়ে একটি সাধারণ প্রশ্নের জবাব দিতে গিয়ে দুজনেই হিমশিম খাচ্ছেন। এক সাক্ষাৎকারে কারিনাকে জিজ্ঞেস করা হয়, “ইংরেজি অক্ষরমালায় কতটি ব্যঞ্জনবর্ণ আছে?” উত্তরে তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলেন, “জানি না, সম্ভবত নয়টা বা দশটা হবে।”
একই সাংবাদিক পরে আলিয়া ভাটকে একই প্রশ্ন করলে তিনিও সঠিক উত্তর দিতে পারেননি। কিছুক্ষণ ভেবে উত্তর দেন, তবে তা ঠিক ছিল না। আর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নানা প্রতিক্রিয়া সামনে আসে। অনেকে এই ঘটনাকে মজার বলে মনে করলেও কেউ কেউ খোলাখুলি সমালোচনা করেছেন।
একজন লিখেছেন, ‘যে কারো প্রাথমিক ইংরেজি শিক্ষায় এটা জানা থাকার কথা।’ আর একজন মন্তব্য করেন, ‘এত ইংরেজি বই পড়ার দাবি করেও যদি এমন ভুল করেন, তবে সেটা সত্যিই হতাশাজনক।’
কারিনা কাপুর খান এবং আলিয়া ভাট বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এই জুটি কাপুর পরিবারের অংশ এবং প্রায়শই একে অপরের সাথে তাদের বন্ধুত্বের জন্য খবরের শিরোনামে আসেন।
বলে রাখা ভালো, আলিয়া ভাটের স্বামী রণবীর কাপুর কারিনার চাচাতো ভাই। আলিয়া-রণবীরের ঘরে রয়েছে তাদের একমাত্র মেয়ে রাহা কাপুর। অন্যদিকে, নায়ক সাইফ আলি খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিনা কাপুর। তাদের ঘরে রয়েছে দুই ছেলে- তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খান।
আরএ/এসএন