দক্ষিণাঞ্চলে গত তিন দিন ধরে প্রচণ্ড দাবদাহ বইছে। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা এক-দুই ডিগ্রি কমতে পারে আগামীকাল, তবে গরমের অনুভূতি একই রকম থাকবে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, এই অঞ্চলের ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে।
শনিবার (১০ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম।
তিনি বলেন, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি মাঝারি এবং ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা উঠলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। বৃহস্পতিবার বরিশালের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার কিছুটা বেড়ে দাড়ায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার সর্বশেষ বিকেল তিনটার তথ্য বলছে আজকেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
মাজহারুল ইসলাম বলেন, উড্ডয়মান বেলুন সেন্সরের পাঠানো সংকেত বিশ্লেষণে ধারণা করা হচ্ছে আগামীকালও এই তাপমাত্রা বিরাজ করবে। তারপরেরিদিন থেকে দু-এক ডিগ্রি কমলেও উষ্ণতা প্রায় কাছাকাছি অনুভূত হবে।
মৃদু তাপপ্রবাহে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হওয়ার পাশাপাশি অস্বস্তিতে পড়েছেন সকল শ্রেণির মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা।