পাকিস্তানের দাবি : ভারতের ২৬ সামরিক স্থাপনায় হামলা

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আপাতত সংঘাতের ইতি টেনেছে ভারত ও পাকিস্তান। তবে ভারতের চালানোর অপারেশন সিঁদুরের বিপরীতে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছিলো শাহবাজ শরীফের দেশ। এবার সেই হামলায় ভারতের কি ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণ দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের আইএসপিআর ডিজি বলেছেন, ২৬টি সামরিক লক্ষ্যবস্তু, পাকিস্তানি নাগরিক এবং পাকিস্তানের সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহৃত ভারতের স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।

অধিকৃত জম্মু ও কাশ্মীর এবং ভারতের মূল ভূখণ্ড উভয় স্থানেই হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। ভারতের অপারেশন সিঁদুরের বিপরীতে এই হামলা চালানো হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, লক্ষ্যবস্তুগুলির মধ্যে সুরতগড়, সিরসা, আদমপুর, ভূজ, নালিয়া, বাথিন্ডা, বার্নালা, হালওয়ারা, অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উদমপুর এবং পাঠানকোটে বিমানবাহিনী এবং বিমান ঘাঁটি অন্তর্ভুক্ত ছিল। যার সবকটিতেই বড় ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, বারহমোস স্থাপনা, যা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছিল, সেগুলিও ধ্বংস করা হয়েছে।

যদিও এ বিষয়ে এখনও ভারতের কোনো নির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। পাকিস্তানের হামলার কথা কিছু ক্ষেত্রে স্বীকার করলেও দিল্লি ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আনেনি।

এসএম

Share this news on: