সাম্য হত্যার ঘটনায় ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বহিরাগতদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহত হওয়ার পরপরই প্রতিবাদে মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ মে) রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন তারা।

মিছিলে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় তারা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, ভিসি-প্রক্টর কি করে’ -ইত্যাদি স্লোগান দেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে দেখামাত্র উত্তেজিত হয়ে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের।

রিপোর্ট লেখা পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করছেন।

আরএ

Share this news on: