এবার অগ্নিপরীক্ষায় সাবিলা নূর

জনপ্রিয় নাট্য অভিনেত্রী সাবিলা নূর বহুদিন ধরেই সিনেমায় অভিনয়ের আগ্রহের কথা জানিয়ে আসছিলেন। তিনি চেয়েছিলেন, যাত্রাটা যেন হয় ভালো কোনো কাজ দিয়ে। অবশেষে সেই সুযোগটি পেলেন। ‘তাণ্ডব’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। রায়হান রাফির পরিচালনায় এই সিনেমায় সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে।

জানা গেছে, অ্যাকশন ঘরানার এ সিনেমাটি কুরবানির ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে শাকিবকে নিয়েই। সেখানেই একজন গ্রামীণ তরুণীর ভূমিকায় দেখা মিলবে সাবিলার। যদিও সাবিলা এখনো এ বিষয়ে কোনো কথা বলেননি।

সম্প্রতি শুটিংয়ের কিছু ভিডিও ও স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে শাকিব-সাবিলাকে একসঙ্গেও দেখা যায়। এদিকে সাবিলা চেয়েছিলেন ভালো কিছু দিয়েই শুরু করতে। সিনেমা শুরু করলেন ঠিকই, কিন্তু কতটা ভালো হয়েছে তার এ সিদ্ধান্ত এটি জানতে আরও অপেক্ষা করতে হবে।

কারণ, শাকিব খান বর্তমানে একজন ঈদকেন্দ্রিক নায়ক। গত কয়েক বছরে ধরেই তার সিনেমাগুলো নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাই বেশি হচ্ছে। এছাড়াও উঠছে নকলের অভিযোগ। এখন কথা হচ্ছে, ‘তান্ডব’ কেমন সিনেমা হতে যাচ্ছে সেটি এখনই বোঝা যাচ্ছে না। আপাতত টিজার ট্রেলার পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হবে। শাকিবের অন্যান্য সিনেমার মতো এটিও যদি সমালোচনার মধ্যে পড়ে তাহলে সাবিলার সিনেমার ক্যারিয়ারের জন্য এটা নিশ্চয়ই সুখকর হবে না। কারণ, অভিনেত্রীর এটিই অভিষেক সিনেমা। তাই প্রথম সিনেমাতেই হোঁচট খেলে বা সমালোচিত হলে, তার সিনেমার ক্যারিয়ার যে হুমকির মুখে পড়বে এটা বলার অপেক্ষা রাখে না। বলা যায়, এটি নিয়ে অগ্নিপরীক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। ঠিকঠাক উতরে গেলে তার সিনেমার ক্যারিয়ার যেমন উজ্জ্বল হবে, তেমনি নিভে যাওয়ার আশঙ্কাও বিদ্যমান।

এদিকে এ অভিনেত্রী নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও নিয়মিত কাজ করছেন। বলা যায়, নাটক থেকে এখন ওটিটিতেই তিনি বেশি ব্যস্ত। বেশ ভালো একটা অবস্থানও তৈরি করেছেন এ্যাটফর্মে। সেদিক থেকে তার অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তা বেশ ভালোই রয়েছে। কিন্তু বড় পর্দায় তার এ জনপ্রিয়তা ও দক্ষতা এ অভিনেত্রীকে কতটা সাপোর্ট দিবে সেটিও দেখার বিষয়।

আরএ

Share this news on: