সহাবস্থান ও সম্প্রীতি বাঙালি জাতির এক সুমহান ঐতিহ্য : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের নাগরিকরা সাম্প্রদায়িক সম্প্রীতির বোধ লালন করেন আবহমানকাল থেকে। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনই এদেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীকে এক নিবিড় বন্ধনে আবদ্ধ করে। সহাবস্থান ও সম্প্রীতি এ জাতির এক সুমহান ঐতিহ্য।

তিনি বলেন, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে এক অভিন্ন জাতি।

আমরা সবাই বাংলাদেশি। ধর্মীয় সহ্ষ্ণিুতা এবং সকল ধর্মের মর্যাদা রক্ষায় আমরা সবসময়ই সচেষ্ট থেকেছি এবং আগামীতেও সে প্রয়াস অব্যাহত থাকবে। বৌদ্ধ পূর্ণিমা উৎসব উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব।


এই পূন্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেন মহামানব গৌতম বুদ্ধ। বৈশাখ মাসের এই পূর্ণিমাতেই মহামানব বুদ্ধের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলেই ঐ দিনটি বৌদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। বৌদ্ধ পূর্ণিমাতেই তার জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন।

অহমের মাত্রাকে অতিক্রম করে তিনি অসীম জ্ঞান লাভ করেন। আমি আজ এই শুভ দিনে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে জানাচ্ছি শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। সঙ্গে সঙ্গে আমি বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়কেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, মহামানবদের বাণী কালের সীমা অতিক্রম করে বিভ্রান্ত মানুষকে সত্যের পথ দেখায়, কল্যাণের পথে যেতে প্রেরণা যোগায়। শোক, সংকট ও ভ্রান্তির আবর্তকে অতিক্রম করে সত্য ও মানব অধিকারের পথে মানুষকে আহ্বান করে।

মহামানব বুদ্ধ ছিলেন অহিংস, ন্যায় ও সাম্যনীতির এক চিরকালীন কণ্ঠস্বর। তার অনুশাসনও ছিল আত্মজয় ও আত্মপ্রতিষ্ঠার পক্ষে। তার সমবেদনা আলোকিত শিক্ষার প্রতিফলন। তিনি বুদ্ধত্ব লাভ করে মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণী রূপেই জানতেন এবং সব প্রাণসত্তার মধ্যেই যে কষ্টবোধ আছে তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করতেন।

তিনি আরো বলেন, মানুষ নিজের অভ্যন্তরীণ শান্তি ও আলোর পথপ্রাপ্ত হয় মহামতি বুদ্ধের জ্ঞানের বাণীতে। তিনি প্রচলিত জাতিভেদ প্রথা বিলুপ্ত করেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের নিকট সাম্য ও মুক্তির বাণী তুলে ধরে জগতে এক নতুন ধর্মাদর্শ প্রতিষ্ঠা করেন। মানুষের মর্যাদা চিহ্নিত হবে কর্মে এবং যোগ্যতায়; জন্ম বা বংশ মর্যাদা দিয়ে নয়। ধর্ম প্রচারের প্রথম থেকেই তিনি এভাবে মানুষের মূল্যবোধকে জাগ্রত করার প্রচেষ্টায় নিবেদিত হন।

আমি বুদ্ধ পূর্ণিমার সকল আনুষ্ঠানিকতার সার্বিক সাফল্য কামনা করছি।


এসএন

Share this news on:

সর্বশেষ

img
অস্ট্রেলিয়ান তারকাদের ছাড়াই শুরু হতে পারে আইপিএল May 12, 2025
img
ম্যানইউ এর দুঃস্বপ্ন, প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচ জয়শূন্য May 12, 2025
img
বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না: আমিনুল হক May 12, 2025
img
ভারতই প্রথমে যুদ্ধবিরতির অনুরোধ করে : পাকিস্তান May 12, 2025
img
‘দেশে আর অশান্তি চাই না’ May 12, 2025
img
সিলেটে আ.লীগ নেতাকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিল জনতা May 12, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে চতুর্থ ধাপে আলোচনা ‘কঠিন কিন্তু কার্যকরী’ ছিল বলে জানাল ইরান May 12, 2025
img
বিএসএফের ফেলে যাওয়া ৭৮ জনের মধ্যে ভারতীয় নাগরিক ৪ জন May 12, 2025
img
টানা ৫৫ দিন সমুদ্রে ভেসে প্রাণ নিয়ে ফিরলেন ৫ জেলে May 12, 2025
img
মা দিবসে যমজ সন্তানের সুখবর দিলেন অ্যাম্বার হার্ড May 12, 2025