কোন ক্রেডিটবাজি হবে না, ক্রেডিট একমাত্র জুলাইয়ের আহত ও শহীদদের : হাসনাত

চলমান গণআন্দোলনের ধারাবাহিকতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও নির্দেশনা আগামী সোমবার জারি করা হবে।

শনিবার এক বক্তব্যে তিনি বলেন, "আগামীকাল সরকারি ছুটি এবং আমাদের জানানো হয়েছে, পরশুদিন অর্থাৎ সোমবার প্রজ্ঞাপন জারি হবে। সরকার আজ যে ঘোষণা দিয়েছে, সেটির আনুষ্ঠানিকতা সে দিনই সম্পন্ন হবে। আমরা সেদিন আনন্দমিছিল করবো।"

তিনি আরও বলেন, “জুলাই মাসে যারা আন্দোলনে আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, তাদের প্রেরণা ও আকাঙ্ক্ষাই আমাদের আজকের এই গণজমায়েত এবং ঐক্যবদ্ধতা সম্ভব করেছে। তারা না থাকলে এই পর্যায়ে পৌঁছানো সম্ভব ছিল না। অতীতের মতো এবার কোনো ধরণের ‘ক্রেডিটবাজি’ হবে না। এই অর্জনের একমাত্র দাবিদার হচ্ছে জুলাইয়ের আহত ও শহীদরা।”

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা পর্যবেক্ষণ চালিয়ে যান এবং সোমবারের প্রজ্ঞাপন পর্যন্ত ধৈর্য ধরে থাকুন।”

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ