ফের শুরু হচ্ছে আইপিএল

ভারত এবং পাকিস্তানের সামরিক উত্তেজনার মাঝে বন্ধ হয়ে পড়েছিল দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ। পাকিস্তান বিকল্প ভেন্যুর চেষ্টায় প্রাথমিকভাবে সফল হলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। আবার ভারত তিন ভেন্যুতে আইপিএলকে নিয়ে আসার চেষ্টা করলেও সেটা আলোর মুখ দেখেনি। এরইমাঝে বিবাদমান দুই প্রতিবেশী রাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হলে ক্রিকেটকে আবার মাঠে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে।

এরইমাঝে ভারতের গণমাধ্যমে এসেছে নতুন খবর। ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের খবরে জানিয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ১৩ই মে তারিখের মাঝে সকল বিদেশী খেলোয়াড়দের ভারতে ফিরিয়ে আনার জন্য বার্তা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।

নতুন করে আইপিএলকে মাঠে ফেরানোর জন্য বিসিসিআই কমিটির বৈঠক শেষেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে এমন বার্তা দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি। বোর্ডের এক সূত্রের বরাতে এমন খবর প্রচার করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত থাকার কারণে ফাইনালও পিছিয়ে যাচ্ছে। ২৫মে এর বদলে ৩০মে তারিখ ফাইনাল হতে পারে।

এতে আরও বলা হয়, পাঞ্জাব কিংস ব্যতীত টুর্নামেন্টের বাকি ৯ দলকেই তাদের নিজ নিজ হোম ভেন্যুতে ফিরতে বলা হয়েছে। শুক্রবার থেকেই ফের আইপিএল মাঠে গড়াবে– সেই প্রস্তুতি নিতে বলা হচ্ছে সব দলকেই।

আরএম/এসএন

Share this news on: