জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদ্য প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে জুলাই শহীদ পরিবার সোসাইটি।
সোমবার (১২ মে) সকালে ঢাকায় ফাউন্ডেশন্টির প্রধান কার্যলয়ের প্রধান ফটকে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।
আন্দোলনকারীদের দাবি, সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের কেউ না। তাই এ পদে কোনোভাবেই তারা থাকতে পারেন না।
অন্যদিকে কয়েকদিন আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক মিটিং শেষে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শহীদ ইয়ামিনের বাবা এবং আহতদের পাগল বলে অবহিত করা হয়।
এ সময় তারা আরও বলেন, গত আট মাসে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সদস্যদের সাথে আটটি মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু তার একটি মিটিংও হয়নি। সাধারণ সদস্যদের সাথে কোন আলোচনায় ছাড়া এ সিদ্ধান্তের তীব্র নিন্দা যান তারা। অনতিবিলম্বে দ্রুত তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন তারা।। আহতদের চিকিৎসা চলছে।’ পুলিশ ইতিমধ্যে একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
আরআর/এসএন