শান্তি আলোচনায় বসার আগে পূর্ণ যুদ্ধবিরতির দাবি কিয়েভের

রাশিয়ার কাছ থেকে পূর্ণাঙ্গ, স্থায়ী এবং বাস্তব যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পেলে ইউক্রেন শান্তি আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভকে শর্তহীনভাবে আলোচনায় বসার প্রস্তাব দেওয়ার পরই এই মন্তব্য করেন তিনি।

পুতিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, ইউক্রেন চাইলে ২০২২ সালে ভেঙে পড়া শান্তি আলোচনা পুনরায় শুরু করতে পারে। তিনি আগামী ১৫ মে ইস্তাম্বুলে আলোচনার প্রস্তাব দেন এবং জানান, তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তিনি এ বিষয়ে শিগগিরই কথা বলবেন।

তবে ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের মতে, আলোচনার একমাত্র পথ হলো একটি নিঃশর্ত যুদ্ধবিরতি। সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, “একটি দিনও আর এই হত্যাকাণ্ড চলতে পারে না। আমরা চাই, আগামীকাল থেকেই রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা দিক—একটি সম্পূর্ণ, স্থায়ী ও বিশ্বাসযোগ্য যুদ্ধবিরতি।” তিনি আরও বলেন, “রাশিয়া যে অবশেষে যুদ্ধ থামানোর কথা ভাবছে, এটি একটি ইতিবাচক বার্তা।”

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসে ফিরে মন্তব্য করেন, পুতিন সময় কিনতে চাইছেন। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে দুই দেশের জন্য “সম্ভাব্য একটি মহান দিন” হিসেবে উল্লেখ করে বলেন, তিনি উভয় পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।


এসএস/টিএ

Share this news on: