১৪ বার চেষ্টার পর সালমানের পরামর্শে গর্ভবতী হয়েছিলেন নায়িকা

রঙিন রিল লাইফের মতোই নাটকীয়তা আর আবেগে ভরা কৃষ্ণা অভিষেকের বাস্তব জীবন। জনপ্রিয় কমেডি শো ‘দ্য কাপিল শর্মা শো’-এর এই তারকা একসময় ওয়ান নাইট স্ট্যান্ড দিয়েই নিজের ব্যক্তিগত জীবনের যাত্রা শুরু করেন কাশ্মিরা শাহের সঙ্গে, যিনি পরবর্তীতে হয়ে উঠেন তার জীবনসঙ্গিনী।

একটি সিনেমার সেটে প্রথম দেখা হয়েছিল কৃষ্ণা ও কাশ্মিরার। এরপর দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকার পর ২০১৩ সালের ২৪ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু মজার বিষয়, বিয়ের প্রস্তাব এসেছিল আগের দিনই—২৩ জুলাই।

তবে সুখের সেই পথ ছিল না একদম সহজ। বারবার গর্ভধারণে ব্যর্থ হন কাশ্মিরা, টানা ১৪ বার। সেই কঠিন সময়েই পাশে দাঁড়ান বলিউড সুপারস্টার সালমান খান। কৃষ্ণা-কাশ্মিরাকে তিনি পরামর্শ দেন সারোগেসির মাধ্যমে সন্তানের কথা ভাবতে। সালমান খান শুধু বন্ধু নন, ছিলেন তাদের পরিবারের একজনও—তারকা হয়ে ওঠারও অনেক আগে থেকে।

শেষ পর্যন্ত ২০১৭ সালে আইভিএফ পদ্ধতিতে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হন কাশ্মিরা। তাদের জীবনে আসে কাঙ্ক্ষিত আলো। অনেক চড়াই-উতরাই পেরিয়ে কৃষ্ণা ও কাশ্মিরার জীবনে আজ হাসি, যার পেছনে অনেকখানি অবদান বলিউডের ভাইজান সালমানেরও।


এসএস/টিএ

Share this news on: