টলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তীকে নিয়ে যেমন বিতর্ক তৈরি হয়, তেমনই আবার তার কিউটনেস বারবার নজর কাড়ে ভক্তদের। পশ্চিমা পোশাকে খোলামেলা আন্দাজে যেমন স্বাচ্ছন্দ্য, তেমনি আবার দেশি গার্ল লুকেও বিন্দাস বঙ্গ সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রফাইলে চোখ রাখলে দেখা যায় সেই নজির।
এবার সামাজিক মাধ্যমে একটি রিল ভিডিও শেয়ার করে বিশেষ বার্তা দিলেন বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। তার মনটা এখনো বাচ্চাদের মতোই, এমনটাই জানালেন অভিনেত্রী। একটি প্রিন্টেড ড্রেস পরিহিত ছোট্ট চুলে রিল ভিডিওটি বানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তারকার তকমা ভুলে বাচ্চাদের মতোই এলোমেলো হেঁটে হাসিমুখে রিল ভিডিও শুট করেছেন।
আর ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে বলতে চাই যে আমি খুব খুশি। আমার মনটা এখনো বাচ্চাদের মতোই।’ শ্রাবন্তীর লেটেস্ট রিলের প্রশংসা করেছেন অনুরাগীরা। ভক্তদের মধ্যে কেউ লিখেছেন, ‘আমার প্রিটি লেডি।
এমআর/টিএ