মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেস ব্রিফিংয়ে ড. ইউনূসের প্রশংসা করেছেন এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, তিনি ড. ইউনূসের প্রশংসা করেছেন। এছাড়াও ট্রাম্পের বক্তব্য দাবিতে উল্লেখ করা হয়েছে যে, ‘ইউনূস আমার বন্ধু এবং তিনি অত্যন্ত উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন লোক’। ট্রাম্প আরো বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়ে খুবই ভালো করছেন ইউনূস।’
তবে ভিডিওটি আসল নয়; মূল ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদনা করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, রিভার্স ইমেজ সার্চ করে ফক্স নিউজ এর এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। সেখান থেকে জানা যায় চলতি বছর ৩০ এপ্রিল ট্রাম্পের মন্ত্রীসভার বৈঠকে অংশগ্রহণ করার ভিডিও এটি। এই ভিডিওর সাথে ভাইরাল ভিডিওটির বেশ কিছু মিল পাওয়া যায়।
পরে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে সার্চ করে এই প্রেস ব্রিফিংয়ের সম্পূর্ণ ভিডিও এবং ট্রান্সক্রিপ্ট পায় ফ্যাক্টওয়াচ টিম। সেগুলো পর্যালোচনা করে মূল ভিডিওতে ড. ইউনূস সম্পর্কে কোনো কথার উল্লেখ পাওয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্প সেখানে মূলত সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন, অর্থনীতি ও বাণিজ্যসহ নানা বিষয়ে কথা বলেছিলেন।
ফ্যাক্টওয়াচ আরো জানায়, মূল ভিডিওতে থাকা অডিওর সাথে ভাইরাল ভিডিওর অডিওটি ভিন্ন।
তাই ফেসবুক এসব পোস্টের ভিডিও থেকে অডিওটি ডাউনলোড করা হয়। পরবর্তীতে এআই ডিটেকশন টুল ‘ডিপফেক ও মিটার’ দিয়ে অডিওটি যাচাই করা হয়। টুলটি বিভিন্ন মডেলের সাহায্যে অডিওটি বিশ্লেষণ করে জানায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। মূল ভিডিওর অডিও সরিয়ে দিয়ে এআই দিয়ে তৈরি অডিও যুক্ত করে ভাইরাল ভিডিওটি বানানো হয়েছে। সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোষ্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।
আরআর/এসএন