টেস্টে যেসব রেকর্ড গড়ে বিদায় নিলেন কোহলি

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি আজ (সোমবার) টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো ১৪ বছরের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার। তবে ওয়ানডে ক্রিকেটে এখনও তিনি খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।

ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরি হিসেবে উঠে আসা কোহলির বিদায়, ক্রিকেটবিশ্বে এক নতুন অধ্যায়ের সমাপ্তি। তার টেস্ট ক্যারিয়ারে রয়েছে অসংখ্য রেকর্ড ও কীর্তি, যা তাকে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অমর করে রেখেছে।

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে কোহলির। এরপরই ১১৬টি টেস্টে ৯,২৩০ রান সংগ্রহ করেন তিনি, গড় ৪৬.৮৫। তার ক্যারিয়ারে রয়েছে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি অর্ধশতক।

কোহলির উল্লেখযোগ্য কিছু রেকর্ডে রয়েছে:

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক টেস্ট রান করার রেকর্ড (২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে)।

ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস—২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২৫৪ রান।

ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে ২০টি সেঞ্চুরি করার রেকর্ড, যা আর কোনো ভারতীয় অধিনায়ক করতে পারেননি।

অধিনায়ক হিসেবে ৫,৮৬৪ রান সংগ্রহ করে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক।

টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি (৭টি)। এর মধ্যে ৬টি ডাবল সেঞ্চুরি অধিনায়ক হিসেবে।

কোহলির নেতৃত্বে ভারত মোট ৪০টি টেস্ট ম্যাচে জয়লাভ করেছে, যা তার নেতৃত্বগুণের প্রমাণ। এছাড়া, ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় করে তিনি হন এশিয়ার প্রথম অধিনায়ক, যিনি এই কীর্তি অর্জন করেন।

কোহলির অবিস্মরণীয় ক্যারিয়ার শেষ হলেও, ওয়ানডে ক্রিকেটে তার উপস্থিতি আগের মতোই অব্যাহত থাকবে, এবং বিশ্ব ক্রিকেটে তার স্মৃতি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

স্বামীর ধর্ম নিয়ে কটাক্ষ, মোক্ষম জবাব দিলেন দেবলীনা May 12, 2025
img
দেশজুড়ে শিলাবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের May 12, 2025
বাংলাদেশীদের প্রশাসনের মাধ্যমে নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে May 12, 2025
ভোগান্তি ছাড়াই ১৬ টি জেলার মানুষ চলবে যে সড়কে May 12, 2025
img
আবশেষে আনচেলত্তিই ব্রাজিলের কোচ May 12, 2025
img
বিদ্যুৎখাতের দুর্নীতি : ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের নথি তলব দুদকের May 12, 2025
img
শপথ ভঙ্গ করেছেন উপদেষ্টা মাহফুজ : শিবির সেক্রেটারি May 12, 2025
img
সিলেট আদালতে আত্মসমর্পণে আসা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ধাওয়া May 12, 2025
img
আ. লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা May 12, 2025
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার সই May 12, 2025