প্রচণ্ড মন খারাপেও অভিনেত্রীদের হাসিমুখে থাকতে হয়: সামান্থা

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ফের শিরোনামে। অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও প্রায়শই আলোচনায় থাকেন তিনি। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তার প্রেমজীবন নিয়ে নানা জল্পনা চলছেই। সম্প্রতি পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছে, যদিও সামান্থা নিজেই বিষয়টি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ‘সিটাডেল হানি বানি’ সিরিজের পরিচালক রাজের সঙ্গে সামান্থার সম্পর্কের গুঞ্জনের পেছনে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি পোস্ট। যেখানে রাজের সঙ্গে ছবি দিয়ে তিনি লেখেন, ‘পথটা অনেক লম্বা ছিল, এখন আমরা এখানে। নতুন শুরু।’

তবে সামান্থা পরিষ্কার করে বলেন, ক্যাপশনে উল্লেখ করা ‘নতুন শুরু’ মানে প্রযোজক হিসেবে তার পথচলার সূচনা। তিনি বর্তমানে ‘শুভম’ নামে একটি সিনেমা প্রযোজনা করছেন, সেটির প্রচার নিয়েই ব্যস্ত। ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রশ্নই নেই বলে জানিয়ে দেন তিনি।

এদিকে সামান্থা সম্প্রতি নিজের জীবনের এক মর্মস্পর্শী ঘটনা প্রকাশ করেন। একটি অনুষ্ঠানে তিনি বলেন, বাবার মৃত্যুর কিছুক্ষণ পরও হাসিমুখে ভক্তদের সঙ্গে ছবি তুলতে হয়েছিল তাকে।

তার ভাষায়, ‘আমি শুটিংয়ে ছিলাম, তখন খবর পাই বাবা নেই। খুব ভেঙে পড়েছিলাম। তবে ফ্লাইটে ওঠার সময় কিছু ভক্ত ছবি তুলতে চায়। আমি জানতাম না কীভাবে না বলব। তারা জানে না আমার কী ঘটেছে। তাই হাসিমুখেই ছবি তুলেছি। অথচ ভেতরে আমি ভেঙে পড়ছিলাম।’

তিনি যোগ করেন, ‘যদি ছবি তুলতে না করতাম, ওদের মন ভেঙে যেত। তাই না বলতে পারিনি। এই জগতে (সিনেমা) মন খারাপ হলেও হাসতে হয়, দর্শকের সামনে সব সময় শক্ত থাকতে হয়।’

এই খোলামেলা কথাগুলোর মাধ্যমে সামান্থা আবারও মনে করিয়ে দিলেন—তারকাদের বাইরের ঝলক জগৎ যতই রঙিন হোক না কেন, ভেতরের গল্পটা অনেক সময়েই কষ্টের।

টিকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা May 13, 2025
img
ট্রোলিংয়ের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তার মেয়ে May 13, 2025
img
২১ জেলায় বজ্রপাতের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর May 13, 2025
img
সচিবালয়ে বিশৃঙ্খলা এড়াতে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার আহ্বান May 13, 2025
img
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অটোচালকদের হামলা, আহত ৮ May 13, 2025
img
সুদানে আবাসিক এলাকায় গোলাবর্ষণে নিহত ৭ May 13, 2025
img
ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা কর্মসূচি নিয়ে নতুন তথ্য দিলেন মাস্ক May 13, 2025
img
সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার May 13, 2025
মোদিকে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে বললেন রাহুল গান্ধী May 12, 2025
চীনা পণ্যে কমল ট্রাম্পের শুল্ক বোঝা, হাঁফ ছেড়ে বাঁচল বেইজিং May 12, 2025