যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউক্রেন যুদ্ধের অবসানে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। স্থানীয় সময় রোববার (১১ মে) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, রুবিও বলেন, ‘আমাদের প্রধান অগ্রাধিকার এখনই যুদ্ধ থামানো ও যুদ্ধবিরতির ব্যবস্থা করা।’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এটাই যুক্তরাষ্ট্রের অবস্থান বলেও তিনি স্পষ্ট করেন।
ফোনালাপে দুই শীর্ষ কূটনীতিক ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার উত্তেজনা নিয়েও আলোচনা করেন। তারা উভয় দেশকে যুদ্ধবিরতি বজায় রাখা ও নিয়মিত যোগাযোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
নতুন বার্তায় রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ভারত-পাকিস্তান সংলাপকে সমর্থন করে এবং দ্বিপাক্ষিক যোগাযোগ উন্নয়নের জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উৎসাহ দেয়।
টিকে/টিএ